সড়ক অবরোধ
এস আলমের মালিকানাধীন ৩ ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ
এস আলমের মালিকানাধীন তিনটি ব্যাংক থেকে চাকরিচ্যুত ১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর আমানত সেতু-সংলগ্ন মইজ্জারট এলাকায় বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
চাকরিতে পুনর্বহাল করার দাবিতে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। অনেককে হেটে গন্তব্যে যেতে দেখা যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় ১ ঘণ্টা পর অবরোধের তুলে নেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে আবেদন করে সঠিক নিয়োগ প্রক্রিয়ায় তাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে চাকরিচ্যুত করা হয়েছে। এই ‘অন্যায়ের’ প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ডিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
তবে দাবি না মানলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা।
৪ সপ্তাহ আগে
মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ
মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
বেলা ১১টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
এর আগে তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালান এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে মহাসড়ক অবরোধ
১ মাস আগে
গাজীপুরে তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছেন পাঁচটি কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় থেমে থেমে কয়েক দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা।
জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিক এই বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আজ তৃতীয় দিনের মতো বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না: কাদের
এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। এক পার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। পরে দুপুরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
১ বছর আগে
রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলাকারী রোগীর স্বজনদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সূত্র জানায়, রবিবার হাসপাতালে এক রোগীর দুই আত্মীয় ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনার জের ধরে রোগীর স্বজনরা কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই ইন্টার্ন চিকিৎসককে কুপিয়ে আহত করেছে।
আরও পড়ুন: সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
আহত ইন্টার্নরা হলেন- রুদ্র ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, বহিরাগতদের হামলার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
আরও পড়ুন: বন্যা: সিলেট নগরীর সড়কে ক্ষতি ২০০ কোটি টাকা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী জানান, তারা ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
এদিকে, ধর্মঘটের কারণে রোগীরা হাসপাতালে প্রবেশ করতে পারছে না, ফলে চরম ভোগান্তি পড়েছেন তারা।
২ বছর আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে কর্মবিরতিতে গিয়ে তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। দুপুর ১২টার দিকে বৃষ্টি নামলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চালককে মারধর: মহাসড়ক অবরোধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সড়ক অবরোধের কারণে বিকল্প সড়কে যানবাহন চলাচল শুরু করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলন চললেও মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই শনিবার সকালে আবারও আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে শ্রমিকরা। মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩ বছর আগে
ববি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা এবং ঘটনার জেরে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।
৩ বছর আগে
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জারা জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
৫ বছর আগে