সড়ক অবরোধ
আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়ানো হয়েছে: প্যানারোমা কর্তৃপক্ষ
গাজীপুরে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় এক নারী শ্রমিক পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ।
বিবৃতিতে ওই নারী শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তে তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করতে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ছুটি মঞ্জুর না করার কারণে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে বিবৃতিতে দাবি করেছে প্যানারোমা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, যানবাহনে আগুন
প্রসঙ্গত, গত রবিবার (২ মার্চ) আফছানা আক্তার (২৯) নামে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের সুইং শাখার এক জুনিয়র অপারেটর বেলা দেড়টার দিকে ওই কারখানার ছাদ থেকে পড়ে নিহত হন। এ ঘটনায় নিহতের মা নাজমা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় আফছানার স্বামী হৃদয় খান ওরফে মল্লিক মিয়াকে (৩০) আসামি করে মামলা করেন।
মল্লিক মিয়া বিভিন্ন সময় আফছানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করা হয়।
নিহত আফছানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক দূর্বলতার কারণে তিনি চাকরি না করার কথা জানালে তার স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। এরপর তাকে মারধর করা হয় বলেও মামলার বিবরণীতে উল্লেখ করে বলা হয়েছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই কারখানার ছাদ থেকে লাফ দিয়ে ওই নারী (আফছানা) আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বাসন থানা পুলিশকে খবর দেওয়ার পর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পরদিন গতকাল (সোমবার) সকালে আফছানার মৃত্যুকে কেন্দ্র করে প্যানোরামা অ্যাপারেলসের দিকে অভিযোগের আঙুল তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, আফছানা আক্তার অসুস্থ হয়ে কারখানা থেকে ছুটি না পেয়ে আত্মহত্যা করেছেন।
বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও কারখানার ওয়েস্টেজ মালামালের গুদামে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
২১ দিন আগে
গাজীপুরের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করায় ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে চলছে।
শ্রমিকরা জানায়, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নেমেছে। কারখানা কর্তৃপক্ষ এর আগে কয়েকবার দিন-তারিখ নির্ধারণ করেও বেতন পরিশোধ না করে তাল বাহানা করছে।
আরও পড়ুন: গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
তারা বলছেন, বেতন ভাতা পরিশোধ না করে গত ২৩ ডিসেম্বর হার্ডি অ্যাসোসিয়েট লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ কারণে তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ওই কারখানার শ্রমিকদেরকে একদিন আগেই বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল।
কারখানার মালিকপক্ষের অসহযোগিতার কারণেই দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত, গাড়িতে অগ্নিসংযোগ
৯০ দিন আগে
এস আলমের মালিকানাধীন ৩ ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ
এস আলমের মালিকানাধীন তিনটি ব্যাংক থেকে চাকরিচ্যুত ১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর আমানত সেতু-সংলগ্ন মইজ্জারট এলাকায় বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
চাকরিতে পুনর্বহাল করার দাবিতে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। অনেককে হেটে গন্তব্যে যেতে দেখা যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় ১ ঘণ্টা পর অবরোধের তুলে নেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে আবেদন করে সঠিক নিয়োগ প্রক্রিয়ায় তাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে চাকরিচ্যুত করা হয়েছে। এই ‘অন্যায়ের’ প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ডিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
তবে দাবি না মানলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা।
১২১ দিন আগে
মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ
মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
বেলা ১১টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
এর আগে তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালান এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে মহাসড়ক অবরোধ
১২৯ দিন আগে
গাজীপুরে তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছেন পাঁচটি কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় থেমে থেমে কয়েক দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা।
জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিক এই বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আজ তৃতীয় দিনের মতো বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না: কাদের
এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। এক পার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। পরে দুপুরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
৫১৭ দিন আগে
রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলাকারী রোগীর স্বজনদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সূত্র জানায়, রবিবার হাসপাতালে এক রোগীর দুই আত্মীয় ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনার জের ধরে রোগীর স্বজনরা কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই ইন্টার্ন চিকিৎসককে কুপিয়ে আহত করেছে।
আরও পড়ুন: সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
আহত ইন্টার্নরা হলেন- রুদ্র ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, বহিরাগতদের হামলার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
আরও পড়ুন: বন্যা: সিলেট নগরীর সড়কে ক্ষতি ২০০ কোটি টাকা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী জানান, তারা ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
এদিকে, ধর্মঘটের কারণে রোগীরা হাসপাতালে প্রবেশ করতে পারছে না, ফলে চরম ভোগান্তি পড়েছেন তারা।
৯৬৭ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে কর্মবিরতিতে গিয়ে তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। দুপুর ১২টার দিকে বৃষ্টি নামলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চালককে মারধর: মহাসড়ক অবরোধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সড়ক অবরোধের কারণে বিকল্প সড়কে যানবাহন চলাচল শুরু করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলন চললেও মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই শনিবার সকালে আবারও আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে শ্রমিকরা। মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩৪৮ দিন আগে
ববি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা এবং ঘটনার জেরে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।
১৪৯৫ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জারা জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
২০১৯ দিন আগে