দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলাকারী রোগীর স্বজনদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সূত্র জানায়, রবিবার হাসপাতালে এক রোগীর দুই আত্মীয় ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনার জের ধরে রোগীর স্বজনরা কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই ইন্টার্ন চিকিৎসককে কুপিয়ে আহত করেছে।
আরও পড়ুন: সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
আহত ইন্টার্নরা হলেন- রুদ্র ও নাইমুর রহমান ইমন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, বহিরাগতদের হামলার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
আরও পড়ুন: বন্যা: সিলেট নগরীর সড়কে ক্ষতি ২০০ কোটি টাকা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী জানান, তারা ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
এদিকে, ধর্মঘটের কারণে রোগীরা হাসপাতালে প্রবেশ করতে পারছে না, ফলে চরম ভোগান্তি পড়েছেন তারা।