গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছেন পাঁচটি কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় থেমে থেমে কয়েক দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা।
জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিক এই বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আজ তৃতীয় দিনের মতো বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না: কাদের
এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। এক পার্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। পরে দুপুরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।