চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (৭ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে জিহাদ মারা যায়।
নিহত জিহাদ পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
৮৭ দিন আগে
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-যুবদলের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সদরে নাশকতার মামলায় বিএনপি ও যুবদলের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার আলমডাঙ্গার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে আদালত চত্বরে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: খুলনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৩০০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৩
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ২০২২ সালের ১৪ ডিসেম্বরের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় নাশকতার প্রস্ততির সময় উপস্থিত থাকায় আলমডাঙ্গা থানা পুলিশ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আলমডাঙ্গার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। ১৭ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আলমডাঙ্গা আমলী আদালতে সোপর্দ করা হয়েছে।
তারা আরও জানান, এছাড়া ২০২২ সালের ডিসেম্বর ও ফেব্রুয়ারির মাসের নাশকতা প্রস্তুতিসহ বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
৯২৯ দিন আগে
বাইরে তালা দিয়ে ভেতরে কেনাবেচা, চুয়াডাঙ্গায় সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশ অমান্য করে পণ্য কেনাবেচার অভিযোগে ৩১ ক্রেতা ও বিক্রেতাকে সাড়ে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০২৮ দিন আগে