শনিবার বেলা ১২টার দিকে শহরের পুরাতন গলির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদসহ পুলিশ সদস্যরা এ সময় আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার সব মার্কেট, শপিংমল ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা দেয়া হলেও অনেকে ব্যবসায়ী তা মানছেন না। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের তিনটি ও পুলিশের একটি দল শহরের গলির মার্কেটে অভিযান চালায়। এ সময় বাইরে থেকে দোকান তালাবদ্ধ থাকলেও ভেতরে পণ্য ক্রয়-বিক্রয় চলছিল। দোকানের ছাদেও চলছিল কেনাবেচা।
পুলিশ তালা ভেঙে ও ছাদ থেকে বিক্রেতা ও ক্রেতাদের বাইরে বের করে আনে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সংক্রামক রোগ আইনে এসব জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা সবাই বিভিন্ন দোকানের ক্রেতা ও বিক্রেতা।’