দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশজুড়ে ত্রাণকার্যক্রমে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের ২১ কর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা দেশের বিভিন্ন হাসপাতাল ও নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে সমাজকল্যাণমন্ত্রীর নির্দেশে ও তত্ত্বাবধানে সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জুন মাস পর্যন্ত ৮০ লাখ ৯ হাজার উপকারভোগীর মধ্যে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ভাতা বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিশেষ ত্রাণ হিসেবে চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং রাজধানী ঢাকাতে মোট ২ লাখ ৭৬ হাজার ৬৭৩ জনকে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, বাংলাদেশে মোট ৬৮ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত ৯৩০ জনের মৃত্যু হয়েছে।