মমতা ব্যানার্জি
ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ হবে না: মমতা
ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। মমতা বলেন, ‘বাংলায় তা বলবৎও হবে না। তা হলে হিংসা কেন? যারা এই হিংসায় উসকানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
আনন্দবাজার পত্রিকার অনলাইনে এমন খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে 'নির্মমতা' বললেন ইউনূস
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’
রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করে মমতা, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি।’ এ সময়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবে।
অন্য দিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই।
ওই একই রাজ্যের মুজফফরনগরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে, দাবি মমতার
পশ্চিমবঙ্গের কলকাতায়ও আইনপির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। গেল বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।
২৩৭ দিন আগে
ভাগ্নে অভিষেকেই আস্থা মমতার
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক ব্যানার্জিকেই দায়িত্ব দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩৪ বছর বয়সী অভিষেক মমতার ভাগ্নে ও একজন সংসদ সদস্য।
গেল বছরের মে মাসে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে মমতার তৃণমূল কংগ্রেস। এর এক মাস পর অভিষেককে দলের সাধারণ সম্পদক করা হয়।
তবে মমতার ভাগ্নে অভিষেক ব্যানার্জি দলটিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা বললে এ নিয়ে দলের জ্যৈষ্ঠ ও তরুণ নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর এ বিরোধ দূর করতে মমতা গত সপ্তাহে তার পদ ছাড়া দলের সব পদ বাতিল করেন।
আরও পড়ুন: মমতার দলে কি বিদ্রোহ চলছে?
তৃণমূল কংগ্রেসের জ্যৈষ্ঠ নেতা যারা একসঙ্গে দল ও সরকারের একাধিক পদে রয়েছেন তারা এ প্রস্তাবিত নীতির বিরোধিতা করেন। এর পরিবর্তে দল পরিচালনা করতে মমতা ২০ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যকরী কমিটি গঠন করেন।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের এক নেতা ইউএনবিকে বলেন, ‘কমিটির এক সভায় অভিষেককে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় মমতা সভাপতিত্ব করেন।’
আরও পড়ুন: আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
১৩৮৫ দিন আগে
মমতার দলে কি বিদ্রোহ চলছে?
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ চলছে বলে মনে হচ্ছে।
গেল বছরের মে মাসে দলটি তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই দলের জ্যৈষ্ঠ ও তরুণ নেতাদের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে।
মমতার ভাগ্নে অভিষেক ব্যানার্জি দলটিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা বলছেন। তবে এর বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের জ্যৈষ্ঠ নেতারা যারা একসঙ্গে দল ও সরকারের একাধিক পদে রয়েছেন।
আরও পড়ুন: আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
যদিও মমতা তার পদ ও ২০ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যকরী কমিটি ছাড়া সব পদ বাতিল করে মতবিরোধ দূর করেছেন তবে দলের ভেতরের সদস্যরা বলছেন এটি খুবই ক্ষুদ্র প্রচেষ্টা।
এক জ্যৈষ্ঠ নেতা রাজ্যের রাজধানী কলকাতা থেকে ফোনে ইউএনবিকে বলেন, ‘দলে সব কিছু ভালো চলছে না। দলের জ্যৈষ্ঠ নেতা যারা মমতার প্রতি অনুগত এবং তরুণ, যারা তার ভাগ্নের প্রতি অনুগত; তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলছে। পরবর্তী অংশটি (তরুণ) দলকে পুনর্গঠিত করতে চায়।’
শনিবার নতুন কমিটি গঠনের পর তৃণমূলের প্রবীণ নেতা পার্থ চ্যাটার্জি গণমাধ্যমকে বলেন, ‘মমতা দলের নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন। তিনি পরে নতুন কর্মকর্তাদের নিয়োগ করবেন এবং তারপর এটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।’
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত 'অবমাননা': মমতার বিরুদ্ধে সমন জারি
এর আগে চলতি মাসের শুরুতে মমতা ব্যানার্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার ক্ষমতাসীন দলের চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হন।
চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হওয়ার পর রাজ্যের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সদরদপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মমতা আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারানোর ওপর জোর দেন।
বিজেপিকে ‘প্রধান শত্রু’ হিসেবে উল্লেখ করে মমতা বলেন, ‘আমরা চাই বিজেপির বিরুদ্ধে সব দল একত্রিত হোক। কিন্তু কেউ যদি আমাদের কথা না শোনে, তাদের অহংকার নিয়ে সরে যায় তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা একলা চলব।’
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
১৩৯০ দিন আগে
ভারত উপকূলে আঘাত আনলো ঘূর্ণিঝড় ইয়াস
ভারতের পূর্বাঞ্চল উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস।
বুধবার সকালে ঘূর্ণিঝড়টি উড়িষ্যায় আছড়ে পড়ে।
উড়িষ্যার আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রাজ্যের বেলাশুর জেলার ধামরার উত্তর দিকে এবং বাহানাগার দক্ষিণ দিকে আছড়ে পড়ে। আঘাতে সময়ে ঘূণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কি.মি.।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়াস: বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে সাতক্ষীরার বিভিন্ন এলাকায়
উড়িষ্যার শীর্ষ ত্রাণ কর্মকর্তা পি.কে. জেনা ইউএনবিকে জানান, ঘূর্ণিঝড় আঘাত হানা শুরু করেছে এবং এটি অতিক্রম হতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে।
তার মতে, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যের বেলাশুর ও ভদ্রাক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই প্রায় ৫ লাখ ৮০ বাসিন্দাকে অন্যত্র সড়িয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ইয়াসের প্রভাবে ১৬ গ্রাম প্লাবিত
এদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
গত মঙ্গলবার থেকেই রাজ্যের সচিবালয়ে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। সেখানে কন্ট্রোল রুমের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তিনি।
এদিকে সতর্কতা স্বরূপ কলকাতা বিমানবন্দর বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
১৬৫৪ দিন আগে
মমতাকে ফোন করে ‘আম্পানের’ ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুক্রবার ফোন করে ঘূর্ণিঝড় আম্পানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৩ দিন আগে