ক্ষয়ক্ষতি
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকার বঙ্গবাজারের ব্যবসায়ীদের যথাসম্ভব সহায়তা করবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গলবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকার বঙ্গবাজারের ব্যবসায়ীদের যথাসম্ভব সহায়তা করবে।
বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বলেন, ‘আমি ইতোমধ্যে আশ্বাস দিয়েছি যে আমরা তাদের যথাসাধ্য সহায়তা করব। কার কতটা ক্ষতি হয়েছে তা আমরা মূল্যায়ন করব।’
পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারের দেওয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯১ লাখ টাকা গ্রহণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
অগ্নিকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে এত ব্যবসায়ীর দুর্ভোগ ও কান্না সহ্য করা অসম্ভব।
আরও পড়ুন: আঞ্চলিক মহাসড়কে টোল আরোপ করতে বললেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, ১৯৯৫ ও ২০১৮ সালে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকার সেখানে পরিকল্পিত মার্কেট নির্মাণের প্রকল্প হাতে নেয়। কিন্তু বেশ কিছু লোক এতে বাধা দিয়ে একটি রিট পিটিশন দায়ের করে এবং পরে হাইকোর্ট প্রকল্পটি স্থগিত করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সে সময় যদি প্রকল্পটি স্থগিত না থাকত, তাহলে আমরা একটি ভালো মার্কেট তৈরি করতে পারতাম এবং তখন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’
তবে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের সদর দপ্তরের আশপাশে হামলাকারী বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল মানুষের তীব্র নিন্দা জানান। তাদের আচরণ তাকে ক্ষুব্ধ করেছে বলে জানান তিনি।
আগুন লাগার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে লেগে পড়ে।
প্রধানমন্ত্রী বলেন যে তিনি হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতে কেউ ফায়ার সার্ভিসের সদস্য বা যানবাহন অথবা অন্যান্য সরকারি সম্পত্তিতে হামলা করলে তাদের ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রশমনে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করুন: প্রধানমন্ত্রী
মতিঝিলে গ্যারেজের আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে একটি গ্যারেজে বুধবার রাতে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, রাত ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উদ্ধারকারীরা রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি বলে এই কর্মকর্তা জানান।
আরও পড়ুন: কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন
অগ্নিকাণ্ডে ২০২২ সালে ৯৮ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের সংকলিত পরিসংখ্যান অনুসারে, গত বছর সারা দেশে কমপক্ষে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন দমকলকর্মীসহ মোট ৯৮ জন নিহত এবং ৩০ জন ফায়ার সার্ভিস কর্মীসহ আরও ৪০৭ জন আহত হয়েছেন, এতে বলা হয়েছে।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়কালের পরিসংখ্যানে বলা হয়েছে, মৃতদের মধ্যে (অগ্নিনির্বাপক বাদে) ৭২ জন পুরুষ এবং ১৩ জন নারী।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের আরও ৩ সদস্য নিখোঁজ
আহতদের মধ্যে এফএসসিডির কর্মচারী ও কর্মকর্তা বাদে ৩০৩ জন পুরুষ, ৭৪ জন নারী।
অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪২ কোটি টাকার বেশি।
সামগ্রিকভাবে ৩৮ দশমিক ৫ শতাংশ ঘটনা ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে, যা অগ্নিকাণ্ডের প্রধান কারণ ছিল, যেখানে ১৬ দশমিক ১ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সিগারেট ফেলার কারণে।
গ্যাস বার্নার্স, তৃতীয় সর্বোচ্চ, ১৪ শতাংশ ঘটনার জন্য দায়ী।
আরও পড়ুন: বনানীর আগুনে আহত ফায়ারকর্মী সোহেল সিঙ্গাপুরে মারা গেছেন
চকবাজারে রাসায়নিকের গুদামে আগুনে নিহত ৬৭: ফায়ার সার্ভিস
দেশে পালন করা হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস
বাংলাদেশে ষষ্ঠ জাতীয় নিরাপদ সড়ক দিবস (২০২২) পালন করা হচ্ছে আজ (শনিবার)।
ক্রমবর্ধমান যানবাহন, বেপরোয়া গাড়ি চালানো ও নিয়ম না মেনে সড়কে হাঁটা, পুলিশসহ গুরুত্বপূর্ণ সংস্থায় জনবলের ঘাটতির কারণে দুর্ঘটনার উচ্চ হারের মধ্য দিয়েই ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হবে আজ।
যাত্রী কল্যাণ সমিতি আজ দাবি করেছে যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে জরুরি ভিত্তিতে একটি বিধান প্রণয়ন করে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সময়মতো আর্থিক সহায়তা প্রদান করা হোক।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) হিসাব বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে এক দশমিক ০৯ লাখ কোটি টাকা।’
আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
তিনি আরও বলেন, ‘পুলিশের তথ্যের ভিত্তিতে এআরআই বলেছে, গত এক দশকে দেশে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৪ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছর। আর দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ দশমিক ৫ শতাংশই ১৫ বছরের কম বয়সী।’
মোজাম্মেল বলেন, যদিও সড়ক পরিবহন আইন ২০১৮ এ সড়ক দুর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা তহবিল থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে। আইন কার্যকর হওয়ার তিন বছর পরও এই ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া শুরু হয়নি।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানান তিনি।
দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদকে সক্রিয় করারও আহ্বান জানান মোজাম্মেল।
আরও পড়ুন: নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোণাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায় ঝুট মালামালের গুদামে আগুন লেগেছে। আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
গাজীপুর ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর ষ্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়োজিত হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি আরও জানান, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
আইলার ক্ষত না সারতেই আম্পানে সব লণ্ডভণ্ড
খুলনার বটিয়াঘাটা সড়ক দিয়ে শোলমারী নদী পার হলেই বটিয়াঘাটা বাজার। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে উড়ে গেছে বাজারের কয়েকটি দোকানের টিনের চাল। বাজারের কাছে পৌঁছাতেই কানে ভেসে আসল কান্নার শব্দ। নদীর দিকে যেতেই দেখা গেল সামান্য কিছু আসবাব ধরে বিলাপ করছেন এক নারী।