ঈদের নামাজ
ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে ৩ লাখ মুসল্লির ঈদের নামাজ আদায়
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ৮টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন মাওলানা সামসুল হক কাসেমি।
এবারের নামাজে প্রায় তিন লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আরও পড়ুন: কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
জেলা শহর ও আশপাশের মানুষ যাতে জামাতে অংশ নিতে পারে, সেজন্য দুইটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে এবং অন্যটি পাবর্তীপুর থেকে দিনাজপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করেছে।
এছাড়া মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক ছিল প্রশাসন।
২০১৭ সাল থেকে গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে শোলাকিয়ার মতো বড় পরিসরে ঈদ জামাতের আয়োজন হয়ে আসছে।
আয়োজক কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘এখানে একসঙ্গে তিন লাখ মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।’
আরও পড়ুন: নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করলেন ডেপুটি স্পিকার
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত
৬ মাস আগে
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় এই মসজিদে ঈদের জেলার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় তৃতীয় ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা ও ত্রাণ পাঠিয়ে এশিয়াজুড়ে মুসলিমদের ঈদুল আজহা উদযাপন
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনবাসীর মুক্তির জন্য দোয়া করা হয়।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে নামাজ পড়তে ভোর থেকেই জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে ভিড় জমান।
মুসল্লিদের আধিক্যের কারণে মূল মসজিদ ভবনের বাইরেও দুটি প্যান্ডেল করা হয়। বিপুলসংখ্যক মুসল্লি এদিন ঈদের জামাত আদায় করেন।
মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করেছেন।
বাগেরহাটে জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘দেশ ও জাতির শান্তির জন্য দোয়া করেছি। মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেছেন।’
তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছি এবং ভবিষ্যতেও আড়ম্বরপূর্ণভাবে এখানে ঈদের নামাজ আয়োজনের আশা করছি।’
আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে সিলেটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
৬ মাস আগে
মাগুরায় ঈদের নামাজ আদায়ে প্রস্তুত ৪৬৪টি ঈদগাহ
মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৪৬৪টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। জেলায় প্রধান জামাত সকাল ৮টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।
জামাত পরিচালনা করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান। এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ শহরের গণমান্য ব্যক্তিরা।
মাগুরা পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে নামাজ আদায় করবেন মাগুরা ১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর।
এছাড়া মাগুরা মডেল মসজিদে, পৌর গোরস্থান মসজিদ, জজকোর্ট মসজিদ, মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মাগুরার পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, পুলিশ লাইনের পুলিশ সদস্য এবং এলাকাবাসী এ জামাতে নামাজ আদায় করবেন।
আরও পড়ুন: সিলেটে কখন কোথায় ঈদের জামাত
এছাড়া জেলা জজ কোর্ট মসজিদ,সরকারি কলেজ জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, মুন্সীপাড়া ঈদগাহ ময়দানসহ জেলার শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলাসহ সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
৪৬৪টি ঈদগাহ ময়দানের মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৮টি, শ্রীপুর উপজেলায় ৮২টি, মহম্মদপুর উপজেলায় ১১২টি এবং শালিখা উপজেলায় ৪২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। তবে বৃষ্টি হলে জেলার ৭৩০টি গ্রামের প্রায় ২৩০০টি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এলাকাবাসী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাগুরা জেলা পুলিশেরর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
৮ মাস আগে
কুড়িগ্রামে ঈদের নামাজ পর মোনাজাতের সময় মুসুল্লির মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত করার সময় এক মুসুল্লির মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
তবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন।
আরও পড়ুন: ঢাকার ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিহত ওই মুসুল্লি সামছুল রহমানের (৬০) বাড়ি নাগেশ্বরী পৌরশহরের সেনপাড়া এলাকায়।
জানা গেছে, সকাল ১০টার দিকে ঈদুল ফিতরের নাজাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাত করার সময় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পরেন।
তবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীয় মুসুল্লিরা।
পরে নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছে। বিকালের দিকে তাকে দাফন করা হতে পারে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঈদের নামাজ শেষে মোনাজাত করার সময় এক ব্যক্তি মারা গেছেন।
আরও পড়ুন: রামপুরায় গাড়ির ধাক্কায় বাইকারের মৃত্যু
জৈন্তাপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
১ বছর আগে
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। যা হবে দেশের রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
আরও পড়ুন: আগামী নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য: নবনির্বাচিত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতি ঈদের জামাতে অংশ নেবেন।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন-বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ইসলামিক ফাউন্ডেশন।
নামাজ শেষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এছাড়া প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২৫ হাজার ৪০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত জাতীয় ঈদগাহের প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার লোক ঈদের জামাতে অংশ নিতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হামিদকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে বঙ্গভবন
দেশের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
১ বছর আগে
নড়াইলে ঈদ ভ্রমণে গিয়ে নিহত ১, আহত ৩
ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন দুর্ঘটনায় ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে একজন নিহত হয়েছেন। আর সাথে থাকা অপর তিন বন্ধু আহত হয়েছে।
শুক্রবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত ওয়াবদুর কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী কয়েকজন কিশোর ঈদের নামাজ শেষে আনন্দ উপভোগ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়। এ সময় নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল। হঠাৎ করে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন উল্টে যায়। এ সময় ওবায়দুল ভূঁইয়া মারা যান। আহত রামিম, নয়ন ও মাইম শেখকে নড়াইল ও খুলনায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায়
সরকারের নির্দেশনা মেনে সুস্থ-সবল ব্যক্তিদের নিয়ে ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের জাতীয় আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
আরও পড়ুন: বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
জামাত শেষে খুতবা পেশ করা হয়। খুতবায় পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন দোয়া উল্লেখ করে এবং বর্তমান পরিস্থিতিতে সবাইকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
মানব সেবার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমার আমাদের প্রতিবেশী এবং অসহায়দের খোঁজ-খবর নিব এবং সুখে-দু:খে তাদের পাশে দাঁড়াব।
আরও পড়ুন: করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
তিনি আরও বলেন, বর্তমান মহামারি করোনার কারণে মানব সেবার এই দায়িত্বটি আমাদেরকে আরও অধিকহারে করতে হবে।
খুতবা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যে এবং বৈশ্বিক করোনা ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ যেন বিশ্ববাসীকে রক্ষা করেন এজন্যও দোয়া করা হয়।
পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা প্রবেশ করেন মসজিদে। ঈদ জামাত, কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে অংশগ্রহণকারী সবার জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। একইভাবে সারাদেশে আহমদিয়া মসজিদগুলোতে পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা হয়।
মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি এবং মহামারি করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের সুরক্ষার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, মুসলিম বিশ্ব সিয়াম সাধনা এবং ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে অতীতের ভুল-ভ্রান্তির ক্ষমা চেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলার অঙ্গীকারে প্রত্যয়ী হওয়ার এক সফল পথ এই পবিত্র ঈদ। প্রতি বছর এই ঈদ আনন্দের বার্তা বয়ে আনলেও গত বছর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এক অন্য আবহে পালিত হচ্ছে ঈদ।
৩ বছর আগে
বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার বঙ্গভবন দরবার হলে পরিবারের সদস্য ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
৪ বছর আগে
ঈদুল আজহার নামাজ: একগুচ্ছ নির্দেশনা দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি
মহামারি করোনাভাইরাসের কারণে আসন্ন ঈদুল আজহার নামাজ আদায়ে একগুচ্ছ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
৪ বছর আগে
সরকারি নির্দেশ মেনে ঈদের নামাজ আদায় করায় মুসল্লিদের ধন্যবাদ: ধর্ম প্রতিমন্ত্রী
সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের সব মসজিদে সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করায় মুসল্লি, ইমাম, খতিব, খাদেম এবং মসজিদ ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
৪ বছর আগে