গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে শনিবার এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
নিহত হাসান আলী (৫৪) গাইবান্ধা শহরের গোড়স্থান পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরের স্টেশন রোডের আফজাল সুজ শো-রুমের স্বত্তাধিকারী ছিলেন।
আরও পড়ুন: মাদারীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও তিনি একজন পেশাদার দাদন ব্যবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে গত ১৩ মার্চ থেকে আটক করে রাখেন মাসুদ রানা। শনিবার মাসুদ রানার বাড়ির একটি রুম থেকে হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গাইবান্ধায় সাংবাদিকের ওপর জুয়ারিদের হামলা
গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।