ঈদের দিন
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈদের দিনে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলী হোসেন ও মেহেদী হাসান পায়েল নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বটতলী ও বড়পিলাক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গুইমারার বটতলী এলাকায় একটি মোটরসাইকেলকে শান্তি পরিবহনের বাস চাপা দিলে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার বড়পিলাক এলাকায় মেহেদী হাসান পায়েল মোটরসাইকেল থেকে পড়ে গেলে অপরদিক থেকে আসা আরেকটা মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মেহেদী হাসান পায়েল বড়পিলাক এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৭ মাস আগে
ঈদের দিন শরীয়তপুরে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই
ঈদের দিন শরীয়তপুরের জাজিরায় আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝির ঘাট বাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাঝিরঘাট বাজারের ইউনুস খাঁনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাতবরের মুদি দোকান ও রাসেল মাতবরের মোবাইল রিচার্জের দোকানসহ ৩০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদার ইউনূস খাঁন বলেন, ঈদের জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম। মালামাল সব দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেছার উদ্দিন মাদবর বলেন, সকালে ঈদের জামাত হওয়ার কথা। আমরা কেবলই নামাজে দাঁড়িয়েছি। এর মধ্যেই শুনতে পেলাম আগুন লেগেছে। নামাজ রেখেই আমরা দ্রুত আগুন নেভাতে যাই। যেতে যেতেই ৩০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় সাড়ে ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
৭ মাস আগে
ঈদের দিনে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা
বিয়ে বিহর্ভূত প্রেমের জেরে পাবনার আতাইকুলা থানা এলাকায় আব্দুর রউফ নামে এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে জোরাদহ গ্রামের লিচুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে।
নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, বুধবার সন্ধ্যা থেকে ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে খবর পাই জোয়াদহ গ্রামের একটি লিচু বাগানে তার লাশ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরকীয়ার জেরে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।
৭ মাস আগে
‘গরিবের কসাইখানায়’ ১০ টাকায় গরুর মাংস!
এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ১০ টাকায়। ঈদের দিন এমনি এক বাজারের দেখা মেলে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায়।
ঈদের আনন্দকে ভাগ করে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ‘গরিবের কসাইখানা’ নামের ব্যতিক্রমী এই ঈদ বাজারের আয়োজন করা হয়।
শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের তিন শতাধিক পরিবার এক কেজি গরুর মাংস কিনে নেন।
এমন আয়োজনে হাসি ফুটে অসহায় নিম্ন আয়ের মানুষের মুখে।
এর আগে রমজানের শুরুতে ১০ টাকায় ইফতার বাজারের আয়োজন করে সংগঠনটি।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার রাবিয়া খাতুন (৬৫)। ছেলে-সন্তান নেই। স্বামীকে হারিয়েছেন এক যুগ আগে। একটি ছোট ঘরে একাই বসবাস করেন তিনি। বাজার থেকে গরুর মাংস কেনা হয়নি কখনও। তাই জানেন না বাজারে কত টাকা করে গরুর মাংস বিক্রি হয়। 'গরিবের কসাইখানা' থেকে ১০ টাকায় গরুর মাংস কিনেছেন তিনি। গরুর মাংসের এতো কম দাম জেনে অনেকটাই অবাক হয়েছেন রাবিয়া।
আরও পড়ুন: বান্দরবানে অশুভ শক্তি প্রতিহত করতে নদী পূজা
তিনি বলেন, 'বাজার থেকে কখনও গরুর মাংস কিনি নাই। এখানে এসে ১০টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনলাম। রোজার ঈদে এ প্রথম দুই টুকরো গরুর মাংস দিয়ে ভাত খামু। একা মানুষ এক কেজি গরুর মাংস চারদিন খেতে পারমু।'
টঙ্গীবাড়ী উপজেলার হাইয়ারপাড় গ্রামের আকলিমা বেগম (৩৫) বলেন, 'গতকাল থেকে বাজারে গরু জবাই করা হচ্ছে। দুই ছেলে মাদরাসায় পড়ে। তারা গরু জবাই দেখে এসে বলে, মা আমাদের গরুর গোস্ত কিনবা না? এমন প্রশ্নে খুব কষ্ট হইছিল।
তিনি আরও বলেন, ‘কিন্তু তাদের বলছিলাম ঈদের দিন গরুর গোস্ত কিনমু। ঠিকই আল্লাহ আমার সন্তানদের জন্য গরুর মাংসের ব্যবস্থা করে দিলো। এখান থেকে ১০ টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনলাম। এ দামে তো আমার বাপ-দাদারাও কিনে নাই। এখন বাসায় গিয়ে রানমু।'
কামারখাড়া এলাকার সেন্টু বেপারি (৪৮)। তিনি পায়ের রিকশা চালান। তার দুই মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে। এখন স্বামী-স্ত্রীর সংসার। গতকাল সারাদিন রিকশা চালিয়ে ৩৪০টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে সেমাই-চিনি কিনেছিলেন।
শনিবার সকালেও রিকশা নিয়ে বের হোন দুপুরে ভালোমন্দ খাবারের ব্যবস্থা করতে। পরে গরিবের কসাইখানায় এসে তিনিও ১০ টাকা দিয়ে গরুর মাংস কিনেছেন।
এ সময় তিনি বলেন, 'এখান থেকে দেখা যায়- বাজারে ৭৫০ টাকা করে গরুর মাংস বিক্রি করতেছে। ওই কসাইখানার সামনে দিয়ে আসলাম কিন্তু কিনার সাহস পাই নাই। এখানে এসে দেখি গরুর মাংস ১০টাকায় বিক্রি করতেছে। কিন্তু আমার কাছে তাদের থেকে কেনার জন্য টোকেন ছিল না। পরে তাদেরকে বলার পর টোকেন দিলো এবং আমি ১০টাকা দিয়ে গরুর মাংস কিনলাম।'
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য রিয়াদ হোসাইন বলেন, 'ঈদের দিন সাড়ে তিনশ’ পরিবারের আনন্দকে দ্বিগুণ করতে পেরে আমরা আনন্দিত। সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও অনুদান দিয়ে আমাদের এ ছোট আয়োজন। তবে আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। আর্থিক সংকটের কারণে যা পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা প্রত্যাশা করি, আগামীতে সকলের সহযোগিতায় আরও বেশি সংখ্যক পরিবারের পাশে থাকতে পারব।'
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, 'বাজারে মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। সমাজের নিম্নআয়ের মানুষের পক্ষে এত দামে কেনা সম্ভব নয়। তাই আমরা তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে এমন আয়োজন করেছি। ঈদের দিন আয়োজন করার মূল লক্ষ্য ছিল বিত্তবানদের মতো তারাও যেন এ দিন বাজার থেকে মাংস কেনার অনুভূতি লাভ করেন। তাদের মুখে তৃপ্তির হাসি দেখে এ রকম আয়োজন করতে আমরা আরও উৎসাহ পাই।'
আরও পড়ুন: সিলেটের জৈন্তাপুর-জাফলং ঈদে পর্যটক বরণে প্রস্তুত
৩০ ব্যান্ড নিয়ে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের নতুন যাত্রা
১ বছর আগে
ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস
ঈদ-উল-ফিতরের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সারাদেশের সর্বত্রই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বিচ্ছিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দুই দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার মংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেখা যায়নি শাওয়ালের চাঁদ, মঙ্গলবার ঈদুল ফিতর
ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
জেলার হরিপুর উপজেলায় ঈদের দিন বিকালে আপন দুই বোন বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা গেছে।
নিহত শিমু (৯) ও জান্নাতুন (৪) উপজেলার ১ নং গেদুরা ইউনিয়ন পরিষদের মেদিনিসাগর গ্রামের শাহাবুল আলমের মেয়ে।
পড়ুন: পানিতে ডুবে ১৮ মাসে ১৪০২ মৃত্যু, ৮৩ শতাংশই শিশু
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশ উদ্ধার করে।
পড়ুন: সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে নিহত ১
৩ বছর আগে
ঈদের দিন সিলেট বিভাগে আরও ৭৬ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে ঈদের দিনে দুই ল্যাবের পরীক্ষায় আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
ফরিদপুরে ঈদের দিন বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ
ফরিদপুরের পদ্মা নদীর পাড়ের এলাকায় ধলার মোড়ের আশেপাশের অঞ্চলে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।
৪ বছর আগে
ঈদের দিনে শিশু ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা
কুড়িগ্রামের কচাকাটায় ঈদের দিনে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ঈদুল আজহার নামাজ: একগুচ্ছ নির্দেশনা দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি
মহামারি করোনাভাইরাসের কারণে আসন্ন ঈদুল আজহার নামাজ আদায়ে একগুচ্ছ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
৪ বছর আগে