শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৭ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ১৯ জনের করোন শনাক্ত হয়। তারা সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার কলেজের ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের প্রতিবেদন পজিটিভ আসে।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ জন ও মৌলভীবাজারে ৯৮৬ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিলেটে ১৪৬ জন মারা গেছেন এবং ৩ হাজার ৪৬৫ জন সুস্থ হয়েছেন।