স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শুরুতে এ শোকপ্রস্তাব উত্থাপন করেন।
আরও পড়ুন: ঐক্যের আহ্বান জানিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ
শোক জানানো হয়েছে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ (ফরিদপুর-৩ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য), সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী (শরীয়তপুর-২ আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য), সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন (পটুয়াখালী-৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য) এবং সাবেক প্রতিমন্ত্রী মো. খালেদুর রহমান টিটোর (যশোর-৩ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য) মৃত্যুতে।
মারা যাওয়া নয়জন সাবেক সংসদ সদস্যরা হলেন শাহ-ই-জাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ আলী (কক্সবাজার-৪), মোহাম্মদ আবু হেনা (রাজশাহী-৩), এমএ হাসেম (নোয়াখালী-২), অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার (পটুয়াখালী-৩), দেলোয়ার হোসেন খান (নরসিংদী-২), সামসুদ্দীন আহমেদ (মানিকগঞ্জ-২), নুরজাহান ইয়াসমিন (সংরক্ষিত আসন) এবং অ্যাডভোকেট খালেদা পান্না (সংরক্ষিত আসন)।
আরও পড়ুন: সংসদের শীতকালীন অধিবেশন সোমবার শুরু
বিশিষ্টজনদের মধ্যে শেখ রাজিয়া নাসের (প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের মা), বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, ভাষা সৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, প্রথম আলোর যুগ্ম সম্পাদন মিজানুর রহমান খান এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সংসদ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
আরও পড়ুন: সংসদ ভবন এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
এছাড়া, প্রাণঘাতী কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যেসব চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজন এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সংসদে গভীর শোক প্রকাশ করা হয়।
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
আরও পড়ুন: সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাস
সংসদ সদস্যরা পরে সব বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিদেহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন: সংসদে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী