উপজেলা চেয়ারম্যান
সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ২৪ জন নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
জানা গেছে, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে অনেকে আহতসহ ক্ষয়ক্ষতির শিকার হয়। এঘটনায় ওই এলাকার সাবেক এমপি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফছার আলী এবং ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় শনিবার মামলা দায়ের করেছেন উপজেলার সমন্বয়ক ফয়সাল মোস্তাক।
অন্যদিকে গত ৫ আগস্ট নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গত ১৬ আগস্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা করতে গিয়েছিলেন আফছার আলী। খবর পেয়ে থানা ঘেরাও তাকে গ্রেপ্তারসহ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। এসময় সেনা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দেন তিনি। এতেও রেহাই মিলেনি তার।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘শিক্ষার্থীর মামলায় উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে আশা করছেন তারা।’
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৫৮ দিন আগে
৪ আগস্টের সহিংসতা: উপজেলা চেয়ারম্যানসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ৭১৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: রোজিনা ইসলাম ও মান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা
তিনি বলেন, ‘৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আদালতের সামনে ছিল। মামলার আসামিরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে তারা। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়।’
তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়। দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজে বাধা এবং হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মোট ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে।’
সোমবার (১২ আগস্ট) সদর থানার উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন জানিয়ে ওসি বলেন, ‘ঘটনার পর থেকে প্রধান আসামি টিপু পলাতক রয়েছেন।’
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা
২৬১ দিন আগে
খুলনায় গণপিটুনিতে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৩
খুলনায় বিজয় মিছিলের ওপর গুলি করার ঘটনায় গণপিটুনিতে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজাসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অপর দুজন হলেন- জি এম মহসিন রেজার গাড়িচালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পেয়ে সাধারণ জনতা বিজয় মিছিল বের করে। মিছিলটি জি এম মহসিন রেজার বাসভবনের সামনে গেলে তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে মিছিলের ওপর ৭ রাউন্ড গুলি করেন। এতে সাব্বির, আলতাফ, আবু মুছা, নূরুজ্জামানসহ ৭ জন আহত হয়।
পরে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে ও তার দুই সহযোগীকে মারধর ও বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে জিএম মহসিন রেজাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন।
২৬৯ দিন আগে
সিলেটে চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ সিলেট বিভাগে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রবিবার (২৩ জুন) দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।
এর আগে গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সিলেটের জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলায় সাদাত মান্নান অভি, মধ্যনগর উপজেলায় সদ্য অতিরিক্ত আইজিপি পদন্নোতিপ্রাপ্ত আব্দুল বাতেনের বড় ভাই আব্দুর রাজ্জাক, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এফ এ এম শাহজাহান, চুনারুঘাট উপজেলায় পরিষদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।
৩১৩ দিন আগে
নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানাসংলগ্ন নিজ বাড়ির গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে।
অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ২
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাকে তিন রাউন্ড গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে। গুলির শব্দ শুনে বাড়ির ও আশপাশের লোকজন দ্রুত বের হয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী শিবপুর স্বাস্থ্যকপ্লেক্সে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মসজিদের জন্য টাকা চাওয়ায় চেয়ারম্যান সাহেব নিজেই কেচি গেট খুলে দেন। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তারা পিঠে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ার পাহাড়ের পাদদেশ থেকে কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ
৭৯৭ দিন আগে
কুড়িগ্রামে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে চেক সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, জামালপুরের বকসীগঞ্জ এলাকার রাজন মিয়াকে কিছু দিন আগে পাওনা ১২ লাখ টাকা নেয়ার জন্য আকবর হোসেন হিরো চেক প্রদান করেন। কিন্তু তার অ্যাকাউন্টে টাকা না থাকায় রাজন আর্থিক লেনদেন নিয়ে আকবর হোসেন হিরোর নামে জামালপুরে আদালতে একটি মামলা করেন।
আরও পড়ুন: বোরকা পরে শ্বশুরবাড়িতে ঢুকে ৩ জনকে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার
ওসি জানান, ওই মামলায় জামালপুর আদালত আকবর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
১০৩৫ দিন আগে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কয়েক হাজার বালি-পাথর শ্রমিক। শুক্রবার দুপুর ১২ টায় তাহিরপুর নৌকাঘাট এলাকা থেকে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার শ্রমিক ঝাড়ু হাতে নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর শ্রমিকদের কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে উপজেলা চেয়ারম্যান বালু মহালটি বন্ধ করে দেয়ার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ করে শ্রমিকদের হয়রানি করে যাচ্ছেন।
এই মহালটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। মহালটি বন্ধ থাকায় দু’টি উপজেলার লক্ষাধিক শ্রমিক দীর্ঘ দুই বছর বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। সম্প্রতি মহালটি চালু হওয়ায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর বালু মহাল বন্ধ করে দেয়ার পাঁয়তারা সফল হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, মনাই মিয়া, আলী হোসেন প্রমুখ।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ
সুনামগঞ্জে লেগুনা মালিক সমিতির উদ্যোগে সড়ক সংস্কার
সুনামগঞ্জে আঞ্জু হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
১২৬০ দিন আগে
চাঁদপুরে উপজেলা চেয়ারম্যান ও সদরের ইউএনও করোনায় আক্রান্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা করোনা আক্রান্ত হয়েছেন।
১৬৫২ দিন আগে
‘স্বর্ণের নৌকা’ দিয়ে নিক্সনের সাথে হাত মেলালেন উপজেলা উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী
স্বতন্ত্র সাংসদের সাথে যোগ দিলেন চরভদ্রাসনে উপজেলা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) মো. কাউসার হোসেন।
১৬৮০ দিন আগে
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ এনে বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানানো নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে।
১৭০৬ দিন আগে