বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টেস্টের ফলাফলে ইউপি চেয়ারম্যান রোমানের করোনা পজেটিভ পাওয়া যায়।
এ বিষয়ে আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা জানান, সকালে জ্বর-সর্দি নিয়ে তিনি করোনা পরীক্ষা করেন এবং সন্ধ্যায় তার করোনা রির্পোট পজেটিভ আসে।
তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে রয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান জানান, সদর উপজেলার ইউএনও কানিজ ফাতেমাও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। তার সুস্থতার জন্য সদর উপজেলা পরিষদে দোয়া করা হয়েছে।
এদিকে, জেলায় এ পর্যন্ত ২৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৭৮ জন। সুস্থ হয়েছেন ২১৮৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮২জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো: সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৪৬ জনের মধ্যে সদরের ৯৪৪ জন, ফরিদগঞ্জে ২৬৮, মতলব দক্ষিণে ২৬৫, শাহরাস্তির ২৩১, হাজীগঞ্জে ২০১, মতলব উত্তরে ১৯৬, হাইমচরে ১৫৬ ও কচুয়ায় ৮৫ জন রয়েছেন।