মাছ শিকার
চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৫ জেলেকে মামলা
চাঁদপুরে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে একজন অপ্রাপ্তবয়স্ক ৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং অপ্রাপ্তবয়স্ককে মুছলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
যাদের মামলা দেওয়া হয়েছে তারা হলেন- মো. তাজুল ইসলাম (৫৫), মো. মিজান মৈসাল (১৯), মো. জুম্মুন হাওলাদার (২০), আসলাম লস্কর (১৯), মো. রাশেদ মিজি (২০)। তাদের সবার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার বিভিন্ন এলাকায় বলে তারা জানান।
আরও পড়ুন: চাঁদপুরে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ১২ জেলেকে মামলা
ওসি মনিরুজ্জামান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স শুক্রবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও বাঁশগাড়ী নামক এলাকার মাঝমাঝি স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার কারণে এসব জেলেদের গ্রেপ্তার করা হয়। তখন জেলেদের হেফাজতে থাকে দুটি কাঠের নৌকা এবং ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ৫ জন জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং বাকি একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জব্দ কারেন্ট জাল ও দুটি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কারেন্ট জালের উৎস নির্মূল করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
২৭০ দিন আগে
সিলেটে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর গ্রামের টুকটিকির বাঁধের বিলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
নিহত রমজান মিয়া কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের মতি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাছ শিকার করতে হাওরে গিয়েছিলেন রমজান মিয়া। তখন কোনো এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, মাছ শিকারে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা হাওরে লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দিলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
৩২৪ দিন আগে
সিলেটে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের পার্শ্ববর্তী কুরিয়ারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৪০) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় মৎস্য শিকারী দেলোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৩ জন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। পরে তিনি মাছ ধরতে নৌকা থেকে অক্সিজেনসহ নদীতে নেমে ডুব দেন। দীর্ঘ সময় পানির নীচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান এবং তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
এ বিষয়ে নিহতের ছোট বোন আমিনা বেগম বলেন, ‘তার ভাই কানাডা যাওয়ার জন্য বুধবার ফিঙ্গার দিয়ে এসেছেন। আজ তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন।’
নিহতের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
চট্টগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাওলানা এমদাদুল্লাহ
৪১১ দিন আগে
ভোলায় মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু
ভোলার লালমোহন উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. জিসান নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জিসান ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকারের ফাঁদ তৈরি করে কিশোর জিসান। রবিবার রাতে সবার অগোচরে বাড়ির শরিকদের পুকুরে ওই ফাঁদ নিয়ে মাছ শিকার করতে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেয় জিসান। চিৎকার শুনে তার মা ছুটে গিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। এরপর জিসানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
জৈন্তাপুরে ঈদগাহে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
৪২১ দিন আগে
মেঘনায় মাছ শিকারে দায়ে ১৩ জেলে আটক
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১৩ জেলেকে আটক করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১০ জেলে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তিন জেলেকে মুচলেকে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭২ জেলে আটক
এসময় তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি জাটকা ও তিনটি নৌকা জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করেন।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ও প্রায় লাখ টাকা মূল্যের দুই লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জাটকাগুলো মেঘনাপাড় এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জেলে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল মজুচৌধুরীরহাট মাছ ঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞাকালীন নদীতে মাছ শিকার করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৩৩ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৪ জেলে আটক
৭০৯ দিন আগে
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৪ জেলে আটক
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় জব্দ করা হয় একটি বেহুন্দি, পাঁচটি জালসহ দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। আটককৃত জেলেরা পাশ্ববর্তী উপজেলা বোরহান উদ্দিনের হাসান নগর ইউনিয়ের বাসিন্দা।
আরও পড়ুন: হাওরে পানি আটকে মাছ শিকার, সুনামগঞ্জে বোরো আবাদে শঙ্কা
আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগমের কার্যালয়ে হাজির করলে তিনি দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং অপ্রাপ্ত দুইজনকে তাদের অভিভাকের মুছলেকায় ছেড়ে দেয়া হয়।
এছাড়া জব্দকৃত মালামাল শশীগঞ্জ সুইজঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকাগুলো মৎস অফিসের হেফাজতে রাখা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জানান, বৃহস্পতিবার রাতভর মেঘনায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলেদের আটক, অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়।
এছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সচেষ্ট রয়েছি।
আরও পড়ুন: হালদা নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জনের কারাদণ্ড
চলন বিলে অবাধে মা বোয়াল মাছ শিকার, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন
৭৩৯ দিন আগে
হালদা নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জনের কারাদণ্ড
চট্টগ্রামের হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অপরাধে মো. আলমগীর নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন প্রশাসন। শুক্রবার সকালে ভ্রামমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।
এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ২ টার দিকে হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা হালদা রিসোর্স সেন্টারের পাশে গচ্ছাখালী খালের পশ্চিম পাশে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় আলমগীরকে আটক করা হয়।
আরও পড়ুন: নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
দণ্ডিত মো. আলমগীর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইউএনও শাহিদুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের অভিযানে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাছ শিকারীরা। পরে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই। এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি পাওয়া যায় ও তা জব্দ করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গড়দুয়ারা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজা পরোয়ানামূলে আসামি আলমগীরকে কারাগাড়ে পাঠানো হয়।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে তরুণীকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
৮৫২ দিন আগে
প্রধানমন্ত্রীর মাছ শিকার ও পোশাক সেলাইয়ের ছবি ভাইরাল
একটি দেশ চালানোর মতো শত ব্যস্ততার মাঝেও কখনও কখনও সাদাসিধে আটপৌড়ে জীবন যাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫৭৮ দিন আগে
নড়াইলে স্লুইস গেট খুলে বিলে পানি, আমন চাষ ব্যাহতের শঙ্কা
নড়াইলের কালিয়ায় মাছ শিকার করে অধিক লাভবান হওয়ার আশায় তিনটি খালের স্লুইস গেটে খুলে দিয়ে প্রায় দুমাস ধরে অপ্রয়োজনীয় পানি ঢুকিয়ে জমি প্লাবিত করার অভিযোগ পাওয়া গেছে।
১৭১৮ দিন আগে
সুন্দরবনে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার, আটক ৩
কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করায় শনিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের মোংলা উপজেলার হারবাড়িয়া থেকে তিনজনকে আটক করেছে বন বিভাগ।
১৭৩১ দিন আগে