সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের পার্শ্ববর্তী কুরিয়ারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৪০) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ (দিঘীরপার) গ্রামের ইসলাম উদ্দিন ইছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় মৎস্য শিকারী দেলোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৩ জন সঙ্গীসহ নৌকা নিয়ে কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ ডহরে মাছ ধরতে যান। পরে তিনি মাছ ধরতে নৌকা থেকে অক্সিজেনসহ নদীতে নেমে ডুব দেন। দীর্ঘ সময় পানির নীচে অবস্থান করায় সঙ্গীরা রশি ধরে টান দিয়ে উপরে উঠান এবং তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
এ বিষয়ে নিহতের ছোট বোন আমিনা বেগম বলেন, ‘তার ভাই কানাডা যাওয়ার জন্য বুধবার ফিঙ্গার দিয়ে এসেছেন। আজ তিনি কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন।’
নিহতের মা-বাবা ও ভাই-বোন ছাড়াও স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
চট্টগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাওলানা এমদাদুল্লাহ