কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করায় শনিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের মোংলা উপজেলার হারবাড়িয়া থেকে তিনজনকে আটক করেছে বন বিভাগ।
তারা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে বেলাল হোসেন (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল ইসলাম (৩২) এবং খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিনের ছেলে ইস্রাফিল (৩০)।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার জন্য একদল শিকারি অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে হাড়বাড়িয়া খাল থেকে তাদের আটক করে। তারা কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিল।
এসময় তাদের কাছ থেকে কীটনাশক, জাল এবং একটি ট্রলার উদ্ধার করা হয়। আটক ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।