অভ্যন্তরীণ রুট
যাত্রীদের সুবিধার্থে ঈদে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে বিমানের অতিরিক্ত ফ্লাইট
আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালনা করা হবে। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন।
যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।
এ ছাড়া বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিমানের দায়িত্ব অবহেলায় প্রবাসীর মৃত্যুতে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি
ফেসবুকে বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটের আসন ফাঁকা পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ
৮ মাস আগে
ঈদুল ফিতর উপলক্ষে বিমানের অতিরিক্ত ফ্লাইট
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বিগত বছরগুলোর মতো এবারও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৫ মার্চ) বিমানের বিক্রয় ও বিপণন অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে আগ্রহী সুইজারল্যান্ড
গত বছরের ঈদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ১২টি করে ফ্লাইট পরিচালনা করেছে এবং ঢাকা-যশোর রুটে ছয়টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
তবে যাত্রীদের আসনের প্রাপ্যতা ও চাহিদার উপর নির্ভর করে টিকিটের দাম বাড়তে পারে।
বিভিন্ন রুটে মূল ভাড়ায় ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিমানের।
অফারটি চলবে রমজান মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত।
বর্তমানে (গ্রীষ্ম মৌসুম) অভ্যন্তরীণ বিভিন্ন রুটে প্রতি সপ্তাহে ১৮৩টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।
এর মধ্যে- ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে সর্বোচ্চ ৪১টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ শেষ হবে ৫ এপ্রিলের মধ্যে
৯ মাস আগে
ঢাকা থেকে রাজশাহী রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃহস্পতিবার শুরু
অভ্যন্তরীণ ৫টি রুটে ফ্লাইট শুরু করার পর বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে সকাল ৮টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৯টা ৫০ মিনিট।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী রুটের ফ্লাইটগুলো পরিচালনা করবে।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
ঢাকা থেকে রাজশাহীর ওয়ান ওয়ের জন্য নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ সহ মোট ৩ হাজার ৩৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬ হাজার ৬৯৮টাকা।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট, সিঙ্গপুর ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।
৩ বছর আগে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে
কক্সবাজার ছাড়া বাকি সব অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চালু হবে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লকডাউনের সময়ে ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, তিনটি কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে। প্রথমত-অনেক প্রবাসী কর্মী বিভিন্ন জায়গা থেকে যেন আসতে পারে, দ্বিতীয়-বিভিন্ন কারখানা চালু থাকায় যাতায়াত সুবিধা এবং তৃতীয়ত-এয়ারলাইন্সগুলো অর্থনেতিকভাবে বসে যাবে যদি চালু না থাকে।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
বেবিচক চেয়ারম্যান বলেন, সীমিত পরিসরে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালাতে হবে।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে নির্দশনা জারি করে। তখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এর মধ্যে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা থাকলেও সোমবার এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
৩ বছর আগে
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
নওগাঁ মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রাস্তা দখলের অভিযোগে অভ্যন্তরীণ সব সড়ক এবং নওগাঁ থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব পথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
৪ বছর আগে
রবিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহনে বাঁধা কমছে
আগামী রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ বছর আগে
ঢাকা-রোম রুটে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী শুক্রবার ঢাকা-রোম রুটে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে।
৪ বছর আগে