কক্সবাজার ছাড়া বাকি সব অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চালু হবে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লকডাউনের সময়ে ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, তিনটি কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয়া হয়েছে। প্রথমত-অনেক প্রবাসী কর্মী বিভিন্ন জায়গা থেকে যেন আসতে পারে, দ্বিতীয়-বিভিন্ন কারখানা চালু থাকায় যাতায়াত সুবিধা এবং তৃতীয়ত-এয়ারলাইন্সগুলো অর্থনেতিকভাবে বসে যাবে যদি চালু না থাকে।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
বেবিচক চেয়ারম্যান বলেন, সীমিত পরিসরে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালাতে হবে।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে নির্দশনা জারি করে। তখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এর মধ্যে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা থাকলেও সোমবার এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার