জাতীয় বাজেট
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব পেশ করেন।
সংসদে ২০২১-২২ রাজস্ব বছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে মন্ত্রী এই বাবদ ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দেন। সেই অনুসারে ২০২১-২২ রাজস্ব বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মন্ত্রী বলেন, ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি জিটুপি সিস্টেমের আওতায় সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী এবং অন্যান্য ভতুর্কি প্রদানের প্রক্রিয়া উদ্বোধনকরেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ভাতা: আগামী অর্থ বছরে প্রায় ৬৭ শতাংশ হারে বাড়ছে
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিতকল্পে ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ 'বীর নিবাস' স্থাপনের কাজ চলছে।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে, দেশের প্রত্যেকটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
১৩৮৬ দিন আগে
বাজেট ২০২১-২২: অগ্রাধিকার নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয় কমিটির সভা
২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের সফল প্রয়োগ, স্বাস্থ্য খাতের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করাসহ নয়টি ক্ষেত্রে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে সরকার।
১৫২২ দিন আগে
বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন তুলনামূলক ভালো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি এখন কম-বেশি ভালো অবস্থানে রয়েছে।
১৬৪৬ দিন আগে
‘অবাস্তবায়নযোগ্য’ উল্লেখ করে জাতীয় বাজেট প্রত্যাখ্যান করল বিএনপি
২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, করোনাভাইরাস মহামারির এই সময়ে এটি 'অবাস্তবায়নযোগ্য'।
১৭২২ দিন আগে
বাজেট উচ্চাভিলাষী, তবে বাস্তবায়ন সম্ভব: প্রধানমন্ত্রী
আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী হিসেবে স্বীকার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাজেট বাস্তবায়নে অতীতেও ব্যর্থ হইনি ভবিষ্যতেও ব্যর্থ হবো না।’
১৭২৫ দিন আগে
২০২০-২১ অর্থবছরে অবৈধ টাকা সাদা করার সুযোগ
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট বক্তৃতায় একটি পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে ২০২০-২১ অর্থবছরে অবৈধ অর্থ সাদা করার সুযোগ চালু করা হয়েছে।
১৭৪৩ দিন আগে
বাজেট ২০২০-২১: সুদ পরিশোধে ব্যয় হবে ১১.২৩ শতাংশ
সুদের অর্থ পরিশোধে সরকারকে ৬৩ হাজার ৮০১ কোটি টাকা ব্যয় করতে হবে, যা ২০২০-২১ অর্থবছরের মোট জাতীয় বাজেট বরাদ্দের ১১.২৩ শতাংশ।
১৭৪৩ দিন আগে
বিদ্যুত-গ্যাসের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে না দিলে জরিমানা: প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুত বিলের বিলম্ব মাশুল মওকুফ করা আগামী ৩০ জুনের পরে আর বাড়ছে না এবং এর মধ্যে এসব বকেয়া বিল না দিলে জরিমানা দিতে হবে বলে বুধবার জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৭৪৪ দিন আগে
বাজেটে কালো টাকা বৈধ করার পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে টিআইবির আহ্বান
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সচল করা, রাজস্ব আয় বাড়ানোসহ বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার নামে আসন্ন জাতীয় বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে মঙ্গলবার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৭৪৫ দিন আগে