মুরাদনগর
কুমিল্লায় কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার অভিযোগ
কুমিল্লার মুরাদনগর উপজলায় রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজ ঘরে ঘটনাটি ঘটে।
রাবেয়া ইউছুফনগরের দক্ষিণ পাড়ার প্রবাসী জাকির হোসেনের মেয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়ে গৃহবধূকে গলা কেটে হত্যা
নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, ‘আমাদের বাড়িতে দুইটি ঘর। একটি ঘর বড় ও আরেকটি ঘর ছোট। রাবেয়া আমাদের সঙ্গে বড় ঘরে ঘুমায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে ছোট ঘরে দেখি হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় পড়ে আছে।’
আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে ফোন দিলে তার এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চদ্র ধর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হত্যাকারীকে আটকে পুলিশের অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, ছেলের বউকে ছুরিকাঘাত
নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা
২ মাস আগে
কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে কাজী ইয়াছিন আরাফাত ও রোজা মনি নামে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে যুবকের মৃত্যু
নিহত দুই শিশু হলো- উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে কাজী ইয়াছিন আরাফাত এবং একই এলাকার মিদন মিয়ার মেয়ে রোজা মনি।
শিশু ইয়াছিন আরাফাতের বাবা কাজী তানভীর মিয়া বলেন, ‘আমার চাচাতো বোন রোজা ও আমার ছেলে ইয়াছিন বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলতে গেলে কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘আমরা দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তাদের আমাদের হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। অভিভাবকরা শিশুদের লাশ নিয়ে যায়।’
আরও পড়ুন: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৬ মাস আগে
মুরাদনগরে ২ যুবককে পিটিয়ে হত্যা: ৪ দিনেও হয়নি মামলা
কুমিল্লার মুরাদনগরে উপজেলায় ডাকাত দলের সদস্য সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনার চারদিনেও থানায় কোনও মামলা হয়নি।
এছাড়া এই ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ সুপার বলেছেন, যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১
জানা যায়, ১২ জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দেয় পালাসুতা গ্রামবাসী।
এতে মৃত্যু হয় ইসমাইল ও নুরু নামের দুই জনের, গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শাহজাহান নামে আররও একজন।
অভিযুক্ত শাহজাহান জানান, কাজের খোঁজে গিয়েছিলেন মুরাদনগর। তিনি ষড়যন্ত্রের শিকার।
তবে গ্রামবাসী জানান, ঘটনার সময় স্থানীয় গ্রামের মসজিদ ও ওয়াজ মাহফিলের মাইকে গ্রামে ডাকাত এসেছে বলে ঘোষণা দেয়া হলে লোকজন একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি দেয়া শুরু করে।
স্থানীয় দারোরা ইউপি চেয়ারম্যান জানালেন, ঘটনাটি ডাকাতির-নাকি আতংক তৈরি করতে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নয়। তবে সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনা পর্যবেক্ষণে যান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
তিনি জানান, গণপিটুনিতে দুইজন মৃত্যুর ঘটনাটির রহস্য দ্রুত বের হয়ে আসবে।
এছাড়া ঘটনার ৪ দিন পার হলেও মামলা করেনি কেউ।
পুলিশ বলছে, আরও তদন্তের পর ব্যবস্থানেয়া হবে।
আরও পড়ুন: মাদকদ্রব্য উদ্ধারে দেশসেরা কুমিল্লা পুলিশ
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন
১ বছর আগে
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন হোসনেয়ারা বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। চিৎকার শুনে তার নানী হোসনে আরা তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এ সময় মা ও ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বগুড়ায় খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেনের চালক নিহত
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
২ বছর আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।
মহাসড়কের চরবাকর এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তিন রিকশা আরোহী নিহত হন।
আরও পড়ুন: শিশুপুত্র হত্যা : বাবার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন
নিহতরা হলেন, কুমিল্লার ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০), জেলার মুরাদনগর উপজেলার আবুল কালাম (৪৫) এবং কামরুন্নাহার (৩০)।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য যাত্রী কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আরও পড়ুন: জালটাকার সরঞ্জামসহ গ্রেপ্তার ৫, দুইদিনের রিমান্ড
অন্যদিকে মুরাদনগর উপজেলার থল্লা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল ঘোষ জানান, নিহত শিশু নিরব থল্লা গ্রামের সোহেলের ছেলে।
আরও পড়ুন: ব্ল্যাকমেইল করে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
৩ বছর আগে
শ্রীকাইলের নতুন কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪ নং কূপের নতুন স্তর থেকে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন আগামী তিনদিনের মধ্যে শুরু করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ বছর আগে
ঘর বরাদ্দ দেয়ার আশ্বাসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঘর বরাদ্দ দেয়ার আশ্বাস দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
মুরাদনগরে ওসিসহ করোনায় নতুন আক্রান্ত ৯
কুমিল্লার মুরাদনগর উপজলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নতুন করে আরও নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে