চোরাই
গাজীপুরে ২৬০টি চোরাই মোবাইল জব্দ, গ্রেপ্তার ৯
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ২৬০ টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় ৯ জনকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেট থেকে তোদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওয়াসিম (৩৬), বিপ্লব (২৭), রফিকুল ইসলাম (৫০), মিজানুর রহমান (২৯), সাদিকুল ইসলাম (৩৫), শাহাবুদ্দিন (২৮), নাঈমুল হক (২০), হাবিব (২০), ও কামরুল হাসান (৪২)।
আরও পড়ুন: চট্টগ্রামে ১১ জলদস্যু গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসি ডিবি আবু সায়েম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে ২৬০ টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৪৫০ টাকা জব্দ করে। এসময় তারা মোবাইল ৯ চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা মহাসড়ক ও বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের কাছে থেকে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে কিনে বেশি দামে তা বিক্রি করে আসছে।
আবু সায়েম নয়নিআরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে অপরাপর ছিনতাইকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার
মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার
১২১৭ দিন আগে
১৯টি চোরাই মোবাইল ফোনসহ যশোরে আটক ২
জেলার ঝিকরগাছায় শনিবার রাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১৯টি চোরাই মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
২০৩৬ দিন আগে