মো. আবদুল হামিদ
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং জানায়, সকালে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদের নামাজ পরিচালনা করেন।
করোনা সংক্রমণ বাড়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ এর স্বাস্থ্য নির্দেশিকা মেনে রাষ্ট্রপতি নামাজ আদায় করেন।
প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি কোভিড পরিস্থিতির কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেননি।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ঈদুল আজহার উপহার
একই কারণে রাষ্ট্রীয় অনেক কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নামাজ শেষে রাষ্ট্রপতি ভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান আবদুল হামিদ।
২ বছর আগে
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ৫ জুন শুরু
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রবিবার) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন।
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আটটি বৈঠকের পর গত ৬ এপ্রিল স্থগিত করা হয়।
আরও পড়ুন: সংসদের ১৭তম অধিবেশন স্থগিত
পেটেন্ট মেয়াদ ২০ বছর রেখে সংসদে বিল পাস
২ বছর আগে
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, ‘বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।’
রাষ্ট্রপতি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করবেন।
রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন। তবে বিশ্বের কয়েকটি দেশে মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের বৃদ্ধির কারণে গত দুই বছরের মতো এই কর্মসূচি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
নামাজ শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।
পরে বঙ্গভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কথা রয়েছে।
বঙ্গভবন জানিয়েছে, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক অভিবাদন অনুষ্ঠান হবে না।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ কয়েকজন কর্মকর্তাও ঈদের জামাতে অংশ নেবেন।
২ বছর আগে
ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, ফরাসি জনগণ আপনার (ম্যাক্রোঁ) নেতৃত্ব, সব অন্তর্ভুক্তিমূলক প্রকল্প ও প্রতিশ্রুতির প্রতি যে আস্থা রেখেছেন আপনার পুনঃনির্বাচন তার প্রমাণ দেয়।
তিনি বলেন, ‘আমি আশা করি, আপনার তত্ত্বাবধানে, ফ্রান্স বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।’
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে অভিন্ন মূল্যবোধ, গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্ব।
তিনি বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ফরাসি জনগণের নৈতিক ও বৈষয়িক সমর্থনের কথাও আমরা স্মরণ করি। স্বাধীনতার পর থেকে আমাদের সম্পর্ক বছরের পর বছর ধরে বৃদ্ধি পেয়েছে এবং অর্থপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমে সহযোগিতার অনেক ক্ষেত্রে প্রসারিত হয়েছে।’
২ বছর আগে
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরি করেছে, যারা জনগণের ভোগান্তি বাড়িয়েছে তাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কঠোর হওয়া উচিত।’
বৃহস্পতিবার বঙ্গভবন থেকে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপ্রধান বলেন, ‘একই সঙ্গে আপনাদের (ব্যবসায়ীদের) সজাগ থাকতে হবে এবং সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ন না হয়।’
বিশ্বের কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রমজান ও ঈদসহ বিভিন্ন উৎসবের আগমনের সঙ্গে সঙ্গে কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। অন্যদিকে বিভিন্ন দেশে জাতীয়, ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে পণ্যের দাম কমে যায়।
তিনি বলেন, বিপুল মুনাফার লোভে জনস্বার্থ বাধাগ্রস্ত হলে সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
আরও পড়ুন: শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশ্লিষ্ট সকলকে চাহিদা, উৎপাদন, মজুদ ও পণ্যের ঘাটতির সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন যাতে কোনো দুষ্ট চক্র কারসাজির মাধ্যমে মানুষের দুর্দশা বাড়াতে না পারে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি বিজয়ী ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান।
অনুষ্ঠানে রপ্তানি খাতে অসামান্য অবদানের জন্য ৬৬টি কোম্পানির হাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ-বিভাগে ৬৬টি ট্রফি তুলে দেয়া হয়।
২ বছর আগে
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক পাঠ্যক্রমের পরিকল্পনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের একাডেমিক পাঠ্যক্রমের পরিকল্পনা করতে হবে। প্রায়ই দেখা যায় শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী পড়াশোনা করতে পারে না।’
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: ইসিকে সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’
রাষ্ট্রপ্রধান বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’
আরও পড়ুন: পিএসসিকে সরকারি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন কোনোভাবেই সনদ ভিত্তিক না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়তে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কিছু আসন টিউশন ফি-মুক্ত রাখারও পরামর্শ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে তাদের পাঠদান নিয়ে কী করা হচ্ছে তা জানতে গবেষকদের যথেষ্ট আগ্রহ ও উদ্দীপনা থাকতে হবে।
সংগঠনটির চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
২ বছর আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার এক শোক বার্তায় সাহাবুদ্দীন আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই
২ বছর আগে
ইসিকে সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশনকে (ইসি) সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকালে বঙ্গভবনে নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা তার সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ক্ষমতার সঠিক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: অনেক সৌদি কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নতুন ইসির তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাহী শাখাসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার উপস্থিত ছিলেন।
২ বছর আগে
পিএসসিকে সরকারি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ রাষ্ট্রপতির
সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে পিএসসির চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
এ সময় রাষ্ট্রপতি বাছাই পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণ এবং জরুরি পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পরীক্ষা কেন্দ্রের বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া অব্যাহত থাকলে চাকরি প্রার্থীদের ভোগান্তি লাঘব হবে।
বিসিএস পরীক্ষার ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম সহজ করার পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলসের পরিচয়পত্র পেশ
এছাড়া পরীক্ষার সব স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
২ বছর আগে
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান বিচারপতি মামলাজট কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলসের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপ্রধান প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল।
তিনি বলেন, বিচারপ্রার্থীরা যেন কোনো রকমের হয়রানি ছাড়া বিচার পেতে পারে, সেটা নিশ্চিত করতে বিচার বিভাগের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচার কাজ সম্পাদনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: হয়রানি ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করুন: রাষ্ট্রপতি
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
২ বছর আগে