রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশনকে (ইসি) সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকালে বঙ্গভবনে নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা তার সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ক্ষমতার সঠিক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: অনেক সৌদি কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নতুন ইসির তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাহী শাখাসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার উপস্থিত ছিলেন।