কোভিড-১৯
বাংলাদেশে আরও ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মাধ্যমে বাংলাদেশকে জীবন রক্ষাকারী চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি কোভিড-১৯ এর সহায়তা হিসেবে আরও ২৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
যুক্তরাষ্ট্রের অনুদানকৃত টিকার অতিরিক্ত, নতুন এই আর্থিক সহায়তা বাংলাদেশকে দেশব্যাপী মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে টিকা কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি স্বাস্থ্য সেবাদানকারীদের গুরুতর অসুস্থ রোগীদের আরও কার্যকরভাবে চিকিৎসা প্রদানে সক্ষম করে তুলবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মানবপাচার রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব তুলে ধরলেন রাষ্ট্রদূত মিলার
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে মোট ১২১ মিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি সহায়তা করেছে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা আগামী কয়েক বছর ধরে বাংলাদেশব্যাপী গুরুতরভাবে অসুস্থ রোগীদের স্বাস্থ্য যত্ন ও স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হাসপাতালগুলোকে অক্সিজেন ও অন্যান্য বিশেষায়িত যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করার মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসায় স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করতে পেরে গর্বিত। ’তিনি বলেন, এবারের এই নতুন আর্থিক সহায়তা বাংলাদেশকে এই বছরের শেষ নাগাদ দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণে সহায়তা করবে।
আরও পড়ুন: বাইডেন প্রশাসনের অধীনে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও শক্তিশালী হবে: রাষ্ট্রদূত মিলার
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দেয়া কোভিড-১৯ সহায়তার মধ্যে রয়েছে ১১.৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না ভ্যাকসিন অনুদান এবং জাতীয় টিকাদান প্রচারাভিযানের জন্য বাড়তি সহায়তা।
এছাড়াও যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে বাংলাদেশের জন্য চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেন যন্ত্রপাতি, পালস অক্সিমিটার এবং দেশব্যাপী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য লাখ লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে।
আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
৩ বছর আগে
বিশ্বে করোনা আক্রান্ত ২০ কোটি ২২ লাখের অধিক
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৮৫ হাজার ৫৯৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২২ লাখ ১১ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৩৭ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৯৯৭ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৭০০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৬ হাজার ৭১৩ জন।
আরও পড়ুন: করোনায় প্রাণ গেলো আরও ২৬১ জনের, শনাক্ত ৮১৩৬
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জনে।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: করোনায় চলে গেলেন সাবেক আইজিপি
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে দেশে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ১৩৬ জনের।
বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।
আরও পড়ুন: টিকা পেতে ভোগান্তি, বিশৃঙ্খলা
গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৫.৬৫ শতাংশ। মৃত্যুর হার ১.৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬ লাখ ৩৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। দেশে সুস্থতার হার ৮৮. ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রামে ৬২ জন, রংপুরে ১০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, রাজশাহীতে আট জন এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় বাংলাদেশে ফের মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
কোভিড-১৯ মোকাবিলায় ফের বাংলাদেশে মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মাধ্যমে জরুরি চিকিৎসা সরঞ্জামের সাম্প্রতিকতম সরবরাহটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে।
যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশী জনগণের জীবন রক্ষায়, জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে সহায়তা করতে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে ৮৪ মিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে।
সাম্প্রতিক জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীসহ অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ রোগীর শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণ করার যন্ত্র অক্সিমিটার রয়েছে। এই যন্ত্র ব্যবহার করে কোভিড আক্রান্ত রোগীদের শরীরের অক্সিজেনের মাত্রা সহজেই নিরূপণ করা যাবে, ফলে তাদেরকে দ্রুত উপযুক্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
রাষ্ট্রদূত মিলার বলেছেন, "বিগত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সাথে থেকে এই মহামারি মোকাবিলায় লড়াই চালিয়ে যাব।"
আরও পড়ুন: চীন সরকারের দেয়া দ্বিতীয় ধাপের মেডিকেল সরঞ্জাম ঢাকায়
এর আগে, গত ৩ জুন, হোয়াইট হাউজ এই মাসের মধ্যে বিশ্বব্যাপী ৮০ মিলিয়ন আমেরিকান ভ্যাকসিন ডোজ সরবরাহের অংশ হিসেবে বাংলাদেশকে সরাসরি ভ্যাকসিনের ডোজ সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। এর মধ্যে এশিয়ার জন্য বরাদ্দকৃত ৭ মিলিয়ন ডোজ রয়েছে।
এছাড়াও এই মাসে ইউএসএআইডি আরও ২ বার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। যার মধ্যে একটিতে বাংলাদেশের কোভিড মোকাবিলা প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পাঠানো ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ছিল। এই সরবরাহগুলো সম্মিলিতভাবে বাংলাদেশে মহামারির কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টাকে সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র মহামারির শুরু থেকে বাংলাদেশে মহামারি প্রতিরোধ ও মোকাবিলা কার্যক্রমকে শক্তিশালী করতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং এই কাজে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের সরকার এখন পর্যন্ত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ডিওডি, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে। যার মধ্যে ২ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সাম্প্রতিক জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।
এই সহায়তা কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের জীবন বাঁচাতে ও চিকিৎসা সুবিধা দেওয়ার পাশাপাশি কোভিড-১৯ পরীক্ষা করার সামর্থ্য ও পর্যবেক্ষণ বাড়াতে সহায়তা করছে। এছাড়াও কোভিড-১৯ রোগ ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চর্চাগুলো জোরদার করা, সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো, সম্মুখসারিতে থেকে কাজ করছে যারা তাদেরকে সুরক্ষা দেওয়া এবং কোভিড-১৯ সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধিতে কাজে লাগছে।
আরও পড়ুন: চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
এছাড়াও বাংলাদেশকে কোভিড মোকাবিলায় দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি করা সর্বাধুনিক ১০০টি ভেন্টিলেটর এবং বাংলাদেশ যাতে নিজেরাই ভেন্টিলেটর উত্পাদন করতে পারে সে লক্ষ্যে সহায়তা করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গ্যাস অ্যানালাইজার দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই, কেএন৯৫ সার্জিকেল মাস্ক, ফেস শিল্ড বা মুখের বর্ম, হ্যাজমেট স্যুট, পুরো শরীর ঢাকার গাউন, মেডিকেল-গ্রেড হ্যান্ড স্যানিটাইজার, সার্জিকেল গ্লাভস, মেডিকেল গগলস) সংগ্রহ করে চিকিৎসা কেন্দ্র, আইন প্রয়োগকারী সংস্থা, প্রথম সাড়াদানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে এবং বাংলাদেশব্যাপী কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত হাজার হাজার চিকিৎসক ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের সেবার মান বাড়াতে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছে।
আরও পড়ুন: করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখ
যুক্তরাষ্ট্রের দেওয়া এই সহায়তাগুলো বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্র সরকারের গত ২০ বছরের বেশি সময় ধরে দেওয়া ১ বিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তার সাথে যুক্ত হলো এবং এর মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য মানসম্মত, জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত হলো।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আমেরিকা মি. তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) এর লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
কোভিড-১৯: যুক্তরাজ্যে জরুরি ব্যবহারের অনুমতি পেল ফাইজারের ভ্যাকসিন
ফাইজার ও বায়োএনটেক বলেছে যে তাদের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাজ্যে জরুরি ব্যবহারের জন্য বুধবার অনুমোদন পেয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যের এ অনুমোদন করোনা মহামারি প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি।
৩ বছর আগে
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগানের ঢাকা সফরের সময় রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন চাইবে বাংলাদেশ।
৪ বছর আগে
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র।
৪ বছর আগে
মাশরাফি করোনামুক্ত নয়, তবে শারীরিকভাবে সুস্থ
দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নেগেটিভ হওয়া নিয়ে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়েছেন সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৪ বছর আগে
কোভিড-১৯: বাংলাদেশকে ১৭ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সরকার আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাকে সহায়তা করতে নতুন করে ১৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি অর্থ সহায়তা দিচ্ছে।
৪ বছর আগে