উত্ত্যক্ত
অফিস সহকারীর উত্ত্যক্তের কারণে মাদরাসায় যাওয়া বন্ধ ছাত্রীর, আতঙ্কে পরিবার
গাইবান্ধার দক্ষিণ শ্রীপুর কুরুয়াবাদা ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী মো. আল আমিন মিয়ার উত্ত্যক্তের কারণে প্রায় ১৭ দিন ধরে মাদরাসায় যাওয়া বন্ধ রয়েছে এক ছাত্রীর। আতঙ্কে রয়েছে পরিবার।
সম্প্রতি সময়ে তাকে নিয়ে সোশাল মিডিয়ায় (ফেসবুক) নানা কথা ছড়িয়ে পড়ায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। এছাড়া আল আমিনের হুমকির কারণে বাড়ি থেকে বের হচ্ছেন না অভিভাবক ও ওই মেয়ে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেও নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছে না তার পরিবারের লোকজন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত
আবেদনে উল্লেখ আছে, যে এসএমএসটিকে কেন্দ্র করে অভিযোগ দেওয়া হয় সেটি আল আমিন মিয়ার মোবাইল ফোন থেকে মেয়েটির ফোনে আসে। তারও আগে থেকে বিভিন্ন ধরনের এসএমএস দিয়ে বিরক্ত করা হয় তাকে। ফোন করা হয় গভীর রাতেও। আল আমিনের কথা মতো চলতে বাধ্য করার জন্য শারীরিক নির্যাতনের কথাও উল্লেখ আছে অভিযোগে। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে একাধিক অভিযোগও দিয়েছিলেন ওই ছাত্রী। কোনো সুরাহা না পেয়ে ইউএনও অফিসে অভিযোগ দেন সঠিক বিচারের আশায়।
ভুক্তভোগী মেয়েটির মামা আমজাদ হোসেন বলেন, ভাগ্নি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করে। বর্তমান সে ওই মাদরাসায় দশম শ্রেণিতে পড়ছে। ঘটনার দিন ভাগ্নির মোবাইল ফোনটি আমাদের কাছে ছিল। ঠিক সেই মুহূর্তে আল আমিনের মোবাইল নম্বর থেকে একটি এসএমএস আসে। পরে বিষয়টি নিয়ে ভাগ্নির সঙ্গে কথা বলি। তখন অফিস সহকারী তাকে উত্যক্ত করে বলে বিষয়টি তখন স্বীকার করে সে। পরে ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার পর অশান্তি আরও বেড়ে যায়। আপস-মিমাংসার জন্য এলাকার এবং সুন্দরগঞ্জের মাতবররা চাপ ও ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা গরিব মানুষ। ন্যায় বিচার পাব কি না সন্দেহ হচ্ছে।
মেয়ের বাবা আয়নাল হক বলেন, আমরা বিচারের আশায় গত ৮ সেপ্টেম্বর অভিযোগ দিয়েছে আমার মেয়ে। এখনও বিচার পাইনি। বিষয়টি ধামাচাপা দিতে হুমকি-ধমকিসহ চাপ দিচ্ছে। ঘটনার দিন থেকে মাদরাসা যাচ্ছে না মেয়েটি। বাড়ি থেকে বের হতে পারছি না তাদের ভয়ে।
এ বিষয়ে অফিস সহকারী আল আমিন মিয়ার বলেন, আমার মোবাইল ফোন থেকে মেয়েটির ফোনে এসএমএসটি গিয়েছে এটা ঠিক। তবে আমি পাঠাইনি। আমার মাদরাসার নাইটগার্ড আমার মোবাইল ফোন থেকে এসএমএসটি পাঠিয়েছেন।
আল আমিনের বড়ভাই ও দক্ষিণ শ্রীপুর কুরুয়াবাদা ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নড়াইলে ছাত্রীকে শারীরিকভাবে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষক বরখাস্ত
৩ মাস আগে
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে আটক ৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গার কুমারী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক তিন যুবক হলেন- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের রায়হান মণ্ডলের ছেলে মামুন হোসেন (১৯), একই এলাকার বদর শাহের ছেলে মোমিন শাহ (১৮) ও আজিজুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (২০)।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল মামুন হোসেন, মোমিন শাহ ও সাকিবুল ইসলাম। শুক্রবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী তার বাড়িতে ফেরার সময় ওই তিন যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর কাছে নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টুর মাধ্যমে জানতে পারি। পরে দ্রুত অভিযুক্ত তিন যুবককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় ভুক্তোভোগী স্কুলছাত্রীর মা আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার, আটক ১
রাজধানীতে মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ২
২ বছর আগে
চাঁদপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইদের মারধর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন তাকে উত্ত্যক্ত করতেন একই এলাকার সাগর মিয়াজীর ছেলে জিসান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি জিসান ও তার সহযোগীদের ডেকে সতর্ক করে দেন।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে ওই ছাত্রীর বড় ভাই মেহেদী হাসানকে একা পেয়ে মারধর করেন একই গ্রামের সাগর মিয়াজীর ছেলে জিসান (১৯), রফিক জামাদ্দারের ছেলে মেহেদী (১৮), তাফাজ্জল জামাদ্দরের ছেলে আলামিন (১৮), আলমগীর মিয়াজীর ছেলে রাকিব ও মাহবুবসহ ১০ থেকে ১২ জন।
আরও পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারপিট, পরিবারকে অবরুদ্ধ
খবর পেয়ে ওই ছাত্রীর অপর দুই ভাই-হারিস ও ডালিম-তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার বিকালে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ইউএনবিকে বলেন, বিকালে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে কুমিল্লায় নিহত ২
২ বছর আগে
স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিশোধ নিতেই গাজীপুরে চালককে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় অটোরিকশা চালক এক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী আরেক অটোরিকশা চালক। স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন ওই গৃহবধূর স্বামী। তার পরিকল্পনাতেই হত্যাকাণ্ডের শিকার হন অটোরিকশা চালক।
৩ বছর আগে
বহিরাগতদের হয়রানির শিকার ইবির ৪ ছাত্রী
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের চার ছাত্রীকে বুধবার রাতে উত্ত্যক্ত করেছে বহিরাগতরা।
৩ বছর আগে
বোনকে উত্ত্যক্ত করায় কুমিল্লায় যুবক খুন
কুমিল্লায় বোনকে উত্ত্যক্ত করায় এক যুবককে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৪ বছর আগে