চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন তাকে উত্ত্যক্ত করতেন একই এলাকার সাগর মিয়াজীর ছেলে জিসান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি জিসান ও তার সহযোগীদের ডেকে সতর্ক করে দেন।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে ওই ছাত্রীর বড় ভাই মেহেদী হাসানকে একা পেয়ে মারধর করেন একই গ্রামের সাগর মিয়াজীর ছেলে জিসান (১৯), রফিক জামাদ্দারের ছেলে মেহেদী (১৮), তাফাজ্জল জামাদ্দরের ছেলে আলামিন (১৮), আলমগীর মিয়াজীর ছেলে রাকিব ও মাহবুবসহ ১০ থেকে ১২ জন।
আরও পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারপিট, পরিবারকে অবরুদ্ধ
খবর পেয়ে ওই ছাত্রীর অপর দুই ভাই-হারিস ও ডালিম-তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার বিকালে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ইউএনবিকে বলেন, বিকালে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে কুমিল্লায় নিহত ২