নাহার খান
সিঙ্গাপুরে এশিয়ানেটের বোর্ড মিটিংয়ে ইউএনবির এমডি ও পরিচালক
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান এবং পরিচালক নাহার খান সোমবার (২৩ অক্টোবর) গণমাধ্যমটির অংশীদার এশিয়ানেটের বোর্ড সভায় যোগ দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় সিঙ্গাপুরের কার্লটন শহরের একটি হোটেলে দুই দিনব্যাপী এশিয়ানেটের বোর্ড সভা ও ফোরাম শুরু হয়।
আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধে মার্কিনিরা হামলার শিকার হলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন-অস্টিনের হুঁশিয়ারি
সম্মেলন শুরুর আগে, সকাল ১০টায় মিডিয়ানেট একটি কফি পান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছিল।
সম্মেলনের উদ্বোধনী দিনে এশিয়ানেট ২০২০-২৩ অর্থবছরের আর্থিক ফলাফলসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে।
এশিয়ানেট দুর্দান্ত ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া এক্সপোজারসহ প্রিমিয়াম ইমেল ও নিউজ ওয়্যার পরিষেবা সরবরাহ করে।
এছাড়াও, এশিয়ানেট সংবাদ মাধ্যমসমূহের জন্য একটি অপ্রতিদ্বন্দ্বী বহুজাতিক বিতরণ পরিষেবা সরবরাহ করে।
এশিয়ানেট ১২টি ভাষার ১২টি জাতীয় সংবাদ সংস্থার মাধ্যমে ১৯৮টি গণমাধ্যমে সংবাদ বিতরণ করছে।
আরও পড়ুন: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন পলক
বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড গড়ে তুলুন: সুইস বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রী
১ বছর আগে
'আফ্রো-দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যকার ঐতিহাসিক ও অনাবিষ্কৃত সম্পর্কের বিষয়ে মনোযোগ বাড়ানো প্রয়োজন'
আফ্রো-দ.এশিয়া সংযোগ এবং বাংলায় সুলতানি আমলের হাবশী শাসকদের অজানা ইতিহাস অনুসন্ধানে বিশ্বখ্যাত গবেষক, আর্কাইভিস্ট ও কিউরেটর ডা. কেনেথ এক্স রবিন্স বলেছেন, আফ্রো-দ. এশীয় সম্প্রদায়ের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক সারা বিশ্বে আরও আন্তরিকভাবে গবেষণা করা প্রয়োজন।
মঙ্গলবার ড. রবিন্স বলেন, ‘বেশ কিছু ভারতীয় সালতানাতের অবিচ্ছেদ্য অংশ ছিল আফ্রিকানরা। এদের মধ্যে কেউ কেউ দ. এশিয়ায় এসে নিজেদের বংশ বিস্তার করে এবং ভারতীয় উপমহাদেশের রাজ্য,জয়-পরাজয় ও যুদ্ধের ইতিহাসে অপরিহার্য ভূমিকা পালন করার জন্য এখানে বসতি স্থাপন করে। তারা এই অঞ্চলের ইতিহাসে স্থায়ী ও ভাড়াকৃত সেনা, ব্যবসায়ী-বণিক, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত, এমনকি জেনারেল ও শাসক হিসেবে অবদান রেখেছেন।’
ডা. রবিন্স বিশ্বাস করেন, ১৪ ও ১৭ শতকের মধ্যে তারা ব্যবসায়ী, শিল্পী, শাসক, স্থপতি ও সংস্কারক হিসেবে এ অঞ্চলে প্রভাব বিস্তার করেন এবং অনেক বাঙালিও এসময় আফ্রিকাতে বসতি স্থাপন করেন।
এই ইতিহাসগুলো কম পরিচিত। তাই আফ্রো-দক্ষিণ এশীয় সম্পর্ক এবং হাবশী রাজবংশের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ বাড়ানো প্রয়োজন।
আফ্রো-দক্ষিণ এশীয় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় যেমন-মহারাজা,নবাব ও ডেক্কানি সুলতান ইত্যাদি সম্পর্কে তার বিশেষ আগ্রহ থাকায়, তিনি তার সংগৃহীত তথ্যের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ১৪টি বই প্রকাশ করেন।
কসমস গ্রুপের জনহিতকর শাখা ‘কসমস ফাউন্ডেশন’ ৩ জানুয়ারি ঢাকার বারিধারার গার্ডেন গ্যালারিতে তাদের বিশিষ্ট বক্তা সিরিজের অংশ হিসেবে ডা. কেনেথ এক্স রবিন্সকে নিয়ে সিম্পোজিয়াম ও প্রদর্শনীর আয়োজন করে। আয়োজনের শিরোনাম ছিল- ‘আফ্রো-সাউথ এশিয়া কানেক্টিভিটি অ্যান্ড দ্য হাবশি কিংডমস অব বেঙ্গাল অ্যান্ড বিয়ন্ড’।
অনুষ্ঠানে স্ত্রী জয়েস রবিন্সের সঙ্গে বাংলাদেশ সফরে আসা ডা. রবিন্স তার মূল বক্তব্য উপস্থাপন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান।
১ বছর আগে
গ্যালারি কসমসের মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শুরু
জাতিগত অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বহুল প্রত্যাশিত ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শীর্ষক মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে।
৩ বছর আগে
মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী ‘দ্য ব্ল্যাক স্টোরি’ রাতে শুরু
বিশ্বব্যাপী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের আলোকে ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শীর্ষক মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার রাতে শুরু হবে।
৩ বছর আগে
কোভিড-১৯: চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তর করার পরামর্শ বিশেষজ্ঞদের
করোনাভাইরাস মহামারি থেকে সৃষ্ট বর্তমান চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তর করা এবং যথাযথ পুনরুদ্ধার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সঠিক পথে রাখার বিভিন্ন দিক নিয়ে শুক্রবার এক ভার্চুয়াল বৈঠক করেছেন বিশেষজ্ঞরা।
৪ বছর আগে
কানাডা রোহিঙ্গাদের জন্য মানবাধিকার নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে: কানাডার মন্ত্রী
কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি। তারপর দুই দেশের এগিয়ে চলা। গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের কার্যক্রমকে সমর্থন করে কানাডা। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিআইডিএ) নানাবিধ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রেখে চলেছে। গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, আইনের প্রয়োগ ইত্যাদি মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত এ দুই দেশের সম্পর্ক।
৪ বছর আগে