বিশেষ এই অনুষ্ঠানটি গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয় সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রদর্শনীটি চলবে।
গ্যালারি কসমসের নির্বাহী পরিচালক নাহার খানের পরিকল্পনায় প্রদর্শনীতে পাঁচজন বিশিষ্ট বাংলাদেশি ভিজ্যুয়াল আর্টিস্ট অংশ নিয়েছেন: আলকেশ ঘোষ, কনক চাঁপা চাকমা, আফরোজা জামিল কঙ্কা, বিশ্বজিৎ গোস্বামী ও সৌরভ চৌধুরী।
বৃহস্পতিবার রাত ৯ টায় গ্যালারি কসমস এবং ইউএনবির ফেসবুক পেজে https://www.facebook.com/GalleryCosmos এবং https://www.facebook.com/unbnewsroom এ বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্যালারি কসমসের নির্বাহী পরিচালক নাহার খান।
নাবিলা রহমানের উপস্থাপনায় বাংলাদেশের প্রখ্যাত সামাজিক কর্মী, নারীবাদী এবং পরিবেশবাদী খুশি কবির এবং নাইজেরিয়ান আমেরিকান ভিজ্যুয়াল আর্টিস্ট অসি অউদু ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী ‘দ্য ব্ল্যাক স্টোরি’ রাতে শুরু
শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত
দ্য ব্ল্যাক স্টোরি চিত্রশালার তত্ত্বাবধায়ক নাহার খান এই প্রদর্শনীর অভিব্যক্তি ব্যক্তিগত ও পেশাদার পর্যায়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ঐতিহাসিক সম্পর্ক পরীক্ষা করা, প্রকাশ করার এবং আলিঙ্গনের প্রয়াসে প্রদর্শনীটি কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়ার সম্প্রদায়ের মধ্যে মিথস্ক্রিয়াকে গভীরভাবে উপস্থাপন করে।
এই বিশেষ প্রদর্শনীটি করার জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে খুশি কবির বলেন, ‘শিল্প সমাজে বিদ্যমান মাধুর্যতাগুলো বের করে আনার চেষ্টা করা একটি ইতিবাচক রূপ। আমি 'দ্য ব্ল্যাক স্টোরি' আয়োজনের জন্য গ্যালারি কসমস এবং নাহার খানকে সত্যিই অভিনন্দন জানাতে চাই এবং আমাদের এমন একটি পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করা দরকার যা প্রকৃতি, মানুষ এবং সুন্দর যা কিছু শোষণ করে না। আমি বিশ্বাস করি এই সমস্যাটিকে সামনে এনে দেয়ার সবচেয়ে ভালো উপায় শিল্প।’
‘জর্জ ফ্লয়েডকে হত্যার পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনটি বর্তমান বিশ্বে কৃষ্ণাঙ্গদের নিয়ে বিশ্বব্যাপী নতুন করে আলোচনা আসলে এটি আগেও ছিল। আমরা যদি প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের দিকে তাকাই তবে আমরা দেখতে পাই যে বরাবরই জাতিগত অবিচার হয়েছে কিন্তু আমাদের (দক্ষিণ এশীয়) সম্প্রদায়ের মধ্যেও এর অস্তিত্ব ছিল,’ বলেন এই পরিবেশবাদী।
কবির বলেন, ‘আমি মনে করি এখন সময় এসেছে নিজেদের দিকে তাকাতে, কারণ আমাদের মধ্যেও বর্ণবাদের কলঙ্ক রয়েছে। আমরা এমন বিশ্বায়নের অংশ যা সৌন্দর্য এবং কিছু ত্বকের সুরের বৈশিষ্ট্য নিয়ে গঠিত এবং উপলব্ধি করার চেষ্টা করি না আমাদের প্রত্যেকের স্বভাব অনুসারে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সকল মানুষকে সচেতন করা, শ্রদ্ধা করা এবং একজন ব্যক্তির কী হওয়া উচিত বা কী হওয়া উচিত নয় তা নির্ধারণ করে এমন ধারণাগুলো না রাখা যা আমাদের ভেঙে শুরু করতে হবে।’
অনুষ্ঠানে নাইজেরিয়ান আমেরিকান ভিজ্যুয়াল আর্টিস্ট অসি অউদু এই প্ল্যাটফর্মে একজন ভিজ্যুয়াল আর্টিস্ট এবং কৃষ্ণাঙ্গ শিল্পী হিসেবে উপস্থিত হতে পেরে গভীরভাবে সম্মানিত বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
হাসিনাকে নিয়ে আয়োজিত শিল্প প্রদর্শনীর প্রশংসা ব্রাজিলের রাষ্ট্রদূতের
শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: দোরাইস্বামী
পাঁচজন প্রখ্যাত বাংলাদেশি ভিজ্যুয়াল শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হওয়া ছাড়াও ভার্চুয়াল এই বিশেষ প্রদর্শনীতে ওয়েবিনিয়ার, ফটোগ্রাফি, কবিতা, চলচ্চিত্র এবং বিভিন্ন অডিও এবং ভিজ্যুয়াল মাল্টিমিডিয়া প্রদর্শিত হবে।
প্রদর্শনী সম্পর্কে কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান বলেন, ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শীর্ষক চিত্র প্রদর্শনীটি প্রমাণ করবে যে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা, হিংসা, অবিচার এবং বৈষম্যকে কেন্দ্র করে প্রচুর বিতর্ক অনেক দিন ধরেই ছিল। যদিও কোভিড-১৯ মহামারির কারণে প্রদর্শনীটি উদ্বোধন করতে বিলম্ব হয়েছে। তারপরও নাহার খানের পরিকল্পনা ও সঞ্চালনায় শিল্প, শব্দ, ভাস্কর্য, ভিডিও, ফটোগ্রাফি, লাইভ টক শো, পারফরম্যান্স, কবিতা এবং সংগীতকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি গ্যালারি কসমসের একটি অনন্য উদ্যোগে পরিণত করবে। কসমস ফাউন্ডেশন দ্য ব্ল্যাক স্টোরি শীর্ষক অনুষ্ঠানটি করতে পেরে আনন্দিত।’
কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় ব্ল্যাক স্টোরিটির মিডিয়া পার্টনার ইউএনবি। ব্ল্যাক স্টোরি থেকে প্রাপ্ত আয় বিআইপিওসি-সিএকে দেয়া হবে (কালার ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের কালো এবং আদিবাসী)।
মাসব্যাপী ভার্চুয়াল এই প্রদর্শনীটি ২৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২১ পর্যন্ত http://www.theblackstory.com/ অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি গ্যালারি এবং ইউএনবির সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাবে।