র্যাব-১২
৭টি ওয়ান শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
পাবনার পৈলানপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ অভিযানে অস্ত্র তৈরির সরমঞ্জামাদি ও সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. কিরন হোসেন (৩৩) পাবনা সদর থানার চক পৈলানপুর গ্রামের একরামুল হক সিদ্দীকীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৪
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর নেতৃত্বে পাবনার চক পৈলানপুর গ্রামে উল্লেখিত অস্ত্র ব্যবসায়ী কিরণ হোসেনের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়।
তখন সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার ও আটক করা হয় তাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ জানায়, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি।
এদিকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল থেকে আটক ১৬
চট্টগ্রামে মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক
৮২২ দিন আগে
সিরাজগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। মঙ্গলবার রাতে পৌর এলাকার মাসুমপুর উকিল পাড়া মহল্লায় জনৈক নুরুজ্জামানের ৪তলা বাসায় তাদের আটক করা হয়।
তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তর পাড়া মহল্লার মো. নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), পুঠিয়া বাড়ী মহল্লার মো.আব্দুল লতিফের ছেলে মো. মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার মো. আলী আশরাফের ছেলে মো. আব্দুল জলিল (২৮)ও ধানবান্ধী মহল্লার মো. মানিক শেখের মেয়ে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাবনা রোডের ফল ব্যবসায়ী মো. রঞ্জু সরকার মঙ্গলবার (১৬ নভেম্বর) দোকানের ফল কেনার জন্য সিরাজগঞ্জ জেলা শহরে যায়। এসময় পূর্ব পরিচিত হওয়ার সুবাদে মো. রঞ্জু সরকারকে কৌশলে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা তার ভাড়া বাসায় নিয়ে অন্যায়ভাবে আটকিয়ে রাখে। পরবর্তীতে উন্নতি খাতুন ওরফে মিথিলা আটক আসামিদের সহায়তায় রঞ্জু সরকারকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এমতাবস্থায় রঞ্জু সরকারকে উদ্ধারের জন্য তার পরিবার র্যাব-১২’র কাছে একটি লিখিত আবেদন জানায়। এ আবেদনের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।
র্যাবের ধারণা এই চক্রটি দীর্ঘদিন যাবত মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে প্রতারক চক্রের মূল হোতা আটক
১২২৭ দিন আগে
সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মো. আব্দুল হান্নান তালুকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত হান্নান ওই গ্রামের মৃত নিজাম উদ্দিন তালুকদারের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌণে ৫ টার দিকে আব্দুল হান্নানের পরিত্যক্ত চিপসের কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু, ১টি মোবাইল, ২ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ছিনতাই এবং নিজেকে এলাকার মাস্তান হিসেবে জাহির করতো বলে স্বীকার করে।
এছাড়া তার নামে সিরাজগঞ্জ সদর থানায় ইতিপূর্বে হত্যা চেষ্টা মামলা রয়েছে যার মামলা নং-২৪, তারিখ ১৫/০২/২০১৫ ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ দন্ডবিধি।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
১৪০০ দিন আগে
সিরাজগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, আটক ২
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রাম থেকে অপহরণের ৫ দিন পর জোতি খাতুন (১২) নামের এক শিশুকে ঈশ্বরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই অপরহরণকারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে মোঃ কাফি ফকির (৫০) ও তার ছেলে মোঃ জনি (২২)।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩ মাসে কুমিল্লায় মাদক বিক্রির অভিযোগে আটক ১০১২
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রামের জোতি খাতুন নামের এক শিশু কন্যাকে একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের কাফি ফকিরের ছেলে জনি তার বন্ধুদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার পরদিন অপহৃতের বাবা মোঃ জাহাঙ্গীর তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা ও অপহৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে অপহরণেরর ৫দিন পর সোমবার ভোররাতে ঐ উপজেলার ঈশ্বরপুর গ্রামে জনির বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত জোতিকে উদ্ধার করে র্যাব।
এসময় অপহরণকারী জনি ও তার বাবাকে আটক করা হয়। আটককৃতদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪১১ দিন আগে
এক বছর পর নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো র্যাব
সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় এক বছর পর নওগাঁ জেলার এক ব্যক্তিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র্যাব-১২ সদস্যরা।
১৪৬৯ দিন আগে
অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে ২১ বাসচালককে জরিমানা
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে শনিবার ২১ বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬৯৩ দিন আগে
ঢাকাগামী ট্রাক থেকে ৪০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পূর্ণবাসন এলাকায় ঢাকাগামী চাল ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিলসহ এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
১৭৪৫ দিন আগে