বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে শনিবার ২১ বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তাদের কাছ থেকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিনের নেতৃত্বে র্যাব-১২ সদস্যরা গণপরিবহনে অভিযান চালায়।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ২১ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।