লালমাই উপজেলা
কুমিল্লার এক উপজেলাসহ ৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ
কুমিল্লার লালমাই উপজেলাসহ তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও পুলিশকে কুপিয়ে জখম, ভোট গ্রহণ বন্ধ
নয়টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
লালমাই উপজেলা পরিষদ, বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ও শিলমুড়ি দক্ষিণ এবং দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহন শুরু হয় সকাল সাড়ে ৮ টায়।
এছাড়া নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন নিযুক্ত আছে।
নির্বাচনে পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। সকাল পৌনে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
আরও পড়ুন: ভারতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
ভোলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে
১ বছর আগে
কুমিল্লায় লে. জেনারেল পরিচয়দানকারী এক প্রতারক গ্রেপ্তার
কুমিল্লার লালমাইয়ে সাগর বোগদাদী নামে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে