লালমাই উপজেলা
কুমিল্লার এক উপজেলাসহ ৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ
কুমিল্লার লালমাই উপজেলাসহ তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও পুলিশকে কুপিয়ে জখম, ভোট গ্রহণ বন্ধ
নয়টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
লালমাই উপজেলা পরিষদ, বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ও শিলমুড়ি দক্ষিণ এবং দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহন শুরু হয় সকাল সাড়ে ৮ টায়।
এছাড়া নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন নিযুক্ত আছে।
নির্বাচনে পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। সকাল পৌনে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
আরও পড়ুন: ভারতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
ভোলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে
৭৪৩ দিন আগে
কুমিল্লায় লে. জেনারেল পরিচয়দানকারী এক প্রতারক গ্রেপ্তার
কুমিল্লার লালমাইয়ে সাগর বোগদাদী নামে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭৪৩ দিন আগে