ঢাকা মহানগর পুলিশ
তেজগাঁওয়ে ট্রেনে আগুনের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
যারা হরতাল-অবরোধ দিয়েছে তারাই তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: অগ্নিসংযোগকারীদের ধরতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডিএমপি কমিশনারের
এ সময় তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে একটি রাজনৈতিক দল হরতাল-অবরোধের নামে জানমাল ধ্বংস করছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করে, মঙ্গলবার তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাও তারই একটি অংশ।
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, যারা হরতাল ও অবরোধের ডাক দিয়েছে, তারাই ট্রেনে অগ্নিসংযোগের পেছনে রয়েছে। এর আগে যারা এ ধরনের অপরাধ করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এ ধরনের বিবৃতি দিয়েছে।’
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তরা রেললাইন কেটে দেওয়ায় একজনের মৃত্যু হয়েছে। “আমি বলব, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ধরনের নাশকতার কারণে সৃষ্ট প্রতিটি মৃত্যুকে আমি ‘হত্যা’ বলতে চাই।”
আরও পড়ুন: বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি
পুলিশ বিশ্বাস করে, এই ঘটনার পেছনে যারা রয়েছে তারা হরতাল ও অবরোধের অংশ এবং অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্ত জড়িত।
ডিএমপি কমিশনার বলেন, দলের অনুসারীরা তাদের লোকজনের মাধ্যমে এ হামলা চালাচ্ছে।
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর, আমরা জানতে পেরেছি যে অপরাধীরা ট্রেনযাত্রীর ছদ্মবেশে এই হামলা চালিয়েছে।
ভুক্তভোগীর মতে, প্রথমে একটি সিটে আগুন দেওয়া হয়েছিল, যা শিগগিরই ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দৌড়াতে শুরু করে। কেউ জানালা দিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ছিলেন, কেউ দরজা দিয়ে।
হাবিবুর বলেন, ভোরে অনেকেই ঘুমিয়ে ছিলেন, সেই সময় হামলা চালানো হয়।
আরও পড়ুন: মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এমআরটি পুলিশ: ডিএমপি কমিশনার
অনেক নেতা কারাগারে থাকায় হামলাকারীরা বিদেশে থাকা কোনো নেতার আদেশ পালন করছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা হরতাল ডাকছে, অগ্নিসংযোগ ও নাশকতা করছে, তারা তাদের বিদেশে বাস করা নেতার নির্দেশে স্থানীয় এজেন্টদের মাধ্যমে করছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।’
অপর এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, এ ধরনের ঘটনা এড়াতে প্রতিটি ট্রেনের বগিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: বিএনপি নিজেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে: ডিএমপি কমিশনার
১০ মাস আগে
২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের জন্য ডিএমপির অনুমতি চেয়েছে বিএনপি
২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতির জন্য শনিবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর মহাসমাবেশের সিদ্ধান্তের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করে তারা ডিএমপিকে চিঠি দিয়েছেন। চিঠিতে আমরা উল্লেখ করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব।’
আরও পড়ুন: সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়: শামসুজ্জামান দুদু
ডিএমপি কর্তৃপক্ষ সমাবেশ আয়োজনে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, ২৮ অক্টোবর রাজধানীতে বর্তমান সরকারের পতনের আন্দোলনে 'চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি' ঘোষণা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করার ঘোষণা বুধবার দেয় দলটি।
নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করার সময় বলেন, ‘২৮ অক্টোবর (শনিবার) আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকেই আমাদের মহাযাত্রা শুরু হবে।’
আরও পড়ুন: দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে হামলা হয়: বরকত উল্লাহ বুলু
সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাহস নিয়ে রাজপথে থাকুন: ফখরুল
১ বছর আগে
ফারদিন আত্মহত্যা করেছে: ডিবি
বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুনুর রশীদ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আর পড়ুন: নারায়ণগঞ্জের চনপাড়ায় ফারদিনকে হত্যা করা হয়নি: পুলিশ
ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ হওয়ার তিনদিন পর ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ওই দিনই ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় ছেলে হত্যার ঘটনায় মামলা করেন এবং পরে মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আর পড়ুন: এটা হতাশাজনক, এক মাসেও তদন্তে কোনো অগ্রগতি নেই: ফারদিনের বাবা
ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
১ বছর আগে
জামায়াত আমির ডা. শফিকুর গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করলেও জামায়াতের আমিরকে গ্রেপ্তার ও অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি।
আরও পড়ুন: বরগুনায় ৩ আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা, আটক ২
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে দাবি করেন, রাজধানীর তার বাসা থেকে রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তিনি গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।
এটিএম মাসুম আরও জানান, এ ধরনের গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশে চলমান রাজনৈতিক বিক্ষোভ থামাতে পারবে না। ভয়ভীতি সৃষ্টি, হামলা ও মামলা দিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।
মাসুম অবিলম্বে শফিকুরসহ গ্রেপ্তার জামায়াত নেতাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
১১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ১০ দফা দাবি ঘোষণা করেন, যা মূলত বিএনপির দাবির সঙ্গে মিলে যায় এবং বিএনপির ঘোষণার ঠিক পরেই ২৪ ডিসেম্বর একটি গণসমাবেশ ঘোষণা করে।
জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী একযোগে গণমিছিল গড়ে তোলার ঘোষণা দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ৫ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রলীগ
মির্জা ফখরুলকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ
১ বছর আগে
একুশে বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি
একুশে বইমেলাকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বইমেলা হলো পহেলা বৈশাখের মতো একটা উৎসব এবং এই মেলায় নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির একটি বড় দায়িত্ব।’
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাকে কেন্দ্র করে নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, এ বছর বইমেলা প্রাঙ্গণ, শহীদ মিনার থেকে শাহবাগ ও নীলক্ষেত পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং এসব এলাকায় প্রাথমিক তল্লাশি দল মোতায়েন করা হবে।
আরও পড়ুন: আপাতত বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
বইমেলা প্রাঙ্গণে কোনো যানবাহন চলাচলের অনুমতি দেয়া হবে না এবং ছয়টি প্রবেশপথ থাকবে।
তিনি বলেন, মেটাল ডিটেক্টর চেকিংয়ের পর সবাইকে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে।
শফিকুল ইসলাম বলেন, বইমেলার প্রতিটি জায়গা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে।
তিনি বলেন, পুলিশ গাড়ি ও মোটরসাইকেলে করে টহল দেবে এবং সিটিটিসি, বোমা ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে।
মেলা প্রাঙ্গণে একটি মেডিকেল টিম ও দমকলকর্মী প্রস্তুত রাখা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বইমেলা পরিদর্শন করবেন এবং সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখবেন।
তিনি বইমেলায় আসার সময় মানুষকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি
ডিএমপি কমিশনার বলেন, ভ্রাম্যমাণ দল মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করবে এবং যারা স্টলে থাকবে তাদের টিকা সনদও তারা পরীক্ষা করবে।
সম্ভাব্য কোনো নিরাপত্তা হুমকি আছে কি না- এমন প্রশ্নে ডিএমপি প্রধান বলেন, ‘ব্লগার অভিজিৎ হত্যা মামলায় আদালতের দেয়া রায়ে জঙ্গিদের ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। তাই আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি।’
মঙ্গলবার একুশে বইমেলা শুরু হবে।
২ বছর আগে
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ও বিভিন্ন থানার পুলিশ।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩২ হাজার ৫৭৫ পিস ইয়াবা, সাড়ে ২৫ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, সাড়ে ১৩ লিটার দেশীয় মদ ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন থানার অধীন এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিভিন্ন থানায় ৫৭টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গ্রেপ্তার ২: জুয়ার সরঞ্জাম জব্দ
২০ বছর চালকের ছদ্মবেশে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার
২ বছর আগে
হবিগঞ্জের সাতছড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের অভিযান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জঙ্গলে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার-টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একদল সদস্য।
জেলা গোয়েন্দা কর্মকর্তা (১) সৈয়দুল মোস্তাকিম জানান, সোমবার ভোর ৪টা থেকে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম ইউনিটের জ্যৈষ্ঠ এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চলছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ, আটক ২
২ বছর আগে
কোরআন অবমাননা: বায়তুল মোকাররম এলাকায় মুসল্লি-পুলিশ সংঘর্ষ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুপুর ২ টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মুসল্লিরা মিছিল করলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর
৩ বছর আগে
জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ১০ নেতাকর্মী আটক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁদের আটক করে।
ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক অন্য ব্যক্তিরা হলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং দলের অফিসের তিনজন কর্মচারী।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধে সরকারের কিছু করার নেই: প্রধানমন্ত্রী
ইফতেখায়রুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা গোপন বৈঠকে মিলিত হয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ওই বাড়িতে ডিএমপির একটি দল অভিযান চালিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী এই আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সোমবারের এই বৈঠক নিয়মিত বৈঠকের একটি অংশ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার নারীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা
৩ বছর আগে
চিঠি ফাঁসের উৎস নয়, দুর্নীতির তদন্ত করুন: পুলিশকে টিআইবি
সম্প্রতি পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের চিঠি গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পর গঠিত তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদের জন্য একাধিক সাংবাদিককে তলব করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪ বছর আগে