২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতির জন্য শনিবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর মহাসমাবেশের সিদ্ধান্তের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করে তারা ডিএমপিকে চিঠি দিয়েছেন। চিঠিতে আমরা উল্লেখ করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব।’
আরও পড়ুন: সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়: শামসুজ্জামান দুদু
ডিএমপি কর্তৃপক্ষ সমাবেশ আয়োজনে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, ২৮ অক্টোবর রাজধানীতে বর্তমান সরকারের পতনের আন্দোলনে 'চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি' ঘোষণা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করার ঘোষণা বুধবার দেয় দলটি।
নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করার সময় বলেন, ‘২৮ অক্টোবর (শনিবার) আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকেই আমাদের মহাযাত্রা শুরু হবে।’
আরও পড়ুন: দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে হামলা হয়: বরকত উল্লাহ বুলু