ভারপ্রাপ্ত কর্মকর্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসি’র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে, প্রথমে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের বদলি করতে হবে। ইতোমধ্যে এ চিঠি জননিরাপত্তা সচিবকে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে ইইউ মিশনের প্রতিনিধি দল
চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।
এলক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে চাকরির বয়স ছয় মাসের বেশি হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ০৫/১২/২০২৩ তারিখের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।
এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।
আরও পড়ুন: বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
ফুরিয়ে আসছে ইসিতে মনোনয়নপত্র দাখিলের সময়
১১ মাস আগে
সিএমপির ৪ থানার ওসি ও ৭ এসি পদে রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পুলিশ পরিদর্শক পদে রদবদল হয়েছে। নগরীর ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও ইপিজেড থানার ওসিকে বদলি করা হয়।
সোমবার (২৮ আগস্ট) রাতে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এই বদলি আদেশে সই করেন।
রদবদলের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
তিনি বলেন, নিয়মিত বদলীর অংশ হিসেবে চার থানায় ওসি পদসহ ১১ জন পুলিশ পরিদর্শক পদে রদবদল হয়েছে। এ ছাড়াও সিএমপির সহকারী কমিশনার (এসি) সাতটি পদে রদবদল করা হয়েছে।
আরও পড়ুন: থার্টি-ফার্স্ট নাইটে পতেঙ্গা ও পারকি বিচে নিষেধাজ্ঞা, সিএমপির ১৬ নির্দেশনা
বদলি আদেশে দেখা গেছে, ডবলমুরিং থানার ওসি সাখাওয়াৎ হোসেনকে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে, তার স্থলে পদায়ন করা হয়েছে সিটিএসবির পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে। পাহাড়তলীর ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করে পাহাড়তলী থানায় আনা হয়েছে হালিশহরের ওসি মোহাম্মদ জহির উদ্দীনকে, হালিশহরে পদায়ন করা হয়েছে বাকলিয়ার ওসি তদন্ত মো. কায়সার হামিদকে।
এ ছাড়া ইপিজেড থানার ওসি আবদুল করিমকে সিটিএসবিতে, তাঁর স্থলে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইনকে ওই থানার ওসি, কোতোয়ালি থানার পরিদর্শক (অভিযান) আরমান হোসেনকে ওই থানার পরিদর্শক (তদন্ত), তার স্থলে সিটিএসবির পরিদর্শক নুরুল বাশারকে, অপরাধ শাখার পরিদর্শক আল মামুনকে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুর রহমানেক বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত পদে রদবদল করা হয়।
একই আদেশে কোতোয়ালির ওসি (অপারেশন্স) মো. আরমান হোসেনকে একই থানার ওসি (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে, সিটিএসবির মো. নুরুল বাশারকে বদলি করে কোতোয়ালীর ওসি (অপারেশন্স), অপরাধ শাখার পরিদর্শক মো. আল মামুনকে বায়েজিদের ওসি (তদন্ত) এবং নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. শহিদুর রহমানকে বাকলিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চট্টগ্রামে ৩ স্তরের নিরাপত্তা বলয়: সিএমপি কমিশনার
১ বছর আগে
খুলনায় নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২
খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ৩৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের চারদিন পর শনিবার এ মামলায় দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএসএম দোহা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন ও সাইদুর রহমান।
ওসি বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী নির্যাতন মামলায় কাউন্সিলর গ্রেপ্তার
মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল খালেক গাজী, আকফর হোসেন গাজী, নুর আলম, শফিকুল ইসলাম গাজী, রফিকুল ইসলাম গাজী, লিয়াকত গাজী, সালাউদ্দিন গাজী, খোকন গাজী, নাসরিন সুলতানা, সাবিনা আক্তার, আব্দুল মালেক গাজী ও আফসার গাজী।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভুক্তভোগীর বাবা এবং তাদের প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ১১ জুলাই হিংসাত্মক রূপ নেয়। পরে প্রতিবেশী ও তার সহযোগীরা ভুক্তভোগী শামীমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করলে শামীমা অজ্ঞান হয়ে পড়েন।
জরুরি হটলাইন ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। কিন্তু অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। শামীমা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: নারী নির্যাতন বন্ধে আইনের পাশাপাশি প্রয়োজন সচেতনতা: আইনমন্ত্রী
২ বছর আগে
নওগাঁয় নৌকা থেকে দম্পতির লাশ উদ্ধার
নওগাঁয় নৌকা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নিয়ামতপুর উপজেলার শিব নদীতে একটি নৌকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ছেলে রায়হান আলী (২৫) ও শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে তারাবানু (১৯)।
বুধবার নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ছয় মাস আগে পরিবারের সম্মতি ছাড়াই তারাবানু ও রায়হানের বিয়ে হয়। স্থানীয় লোকজন নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার
বরিশালে স্রোতে ভেসে যাওয়া ৩ জনের লাশ উদ্ধার
২ বছর আগে
যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
যশোরে মঙ্গলবার দুপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত বদিউজ্জামান ধানি (৪২) যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপুরের চোপদার পাড়ায় কিছু দুর্বৃত্ত ধানীকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
গাজীপুরে অটোরিকশার চালককে গলাকেটে হত্যার অভিযোগ
২ বছর আগে
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।
বুধার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান ও রায়পাড়া এলাকার লুৎফর রহমান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, রাত দেড়টার দিকে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় বগুড়া থেকে যশোরগামী মাছের পোনা ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও লুৎফর রহমান নিহত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ জানান, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ তা যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের পর ছেলেরও মৃত্যু
২ বছর আগে
দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত, ড্রাইভারসহ ট্রাক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জান্নাতু্ল (৩) নামের এক শিশু ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা গেছে। উপজেলার দৈউলীতে এই দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানা পুলিশ ট্রাক ড্রাইভারসহ ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, দৈউলী গ্রামের নবীর মিয়ার নাতনী জান্নাতুল তার নানির দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় জান্নাতুল সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ করে কার্পাসডাঙ্গা থেকে আসা একটি গরু বোঝায় ট্রাক শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দামুড়হুদা থানা পুলিশ ড্রাইভারসহ ঘাতক ট্রাকটি আটক করে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘাতক ট্রাকের চালককে আটক করেছি এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছি।
আরও পড়ুন: নীলফামারীতে মাইক্রোবাসচাপায় শিশু নিহত
শাহরাস্তিতে অটোরিকশা উল্টে শিশু নিহত
২ বছর আগে
মাদারীপুরে রডচাপায় শ্রমিক নিহত
মাদারীপুরে রড চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। শনিবার সকাল ১০টায় শহরের কাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মোল্লা (৫০) সদর উপজেলার খাগদি গ্রামের মৃত আ. রশিদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, নিহত সেলিম মাদারীপুরের পুরান বাজারের কাজির মোড় এলাকার জাহাঙ্গীর আলম ট্রেডার্সে রড সিমেন্ট শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে কাজ করার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার মাথার ওপর রডের চাপা লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন,কেউ অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ কৃষিশ্রমিক নিহত
২ বছর আগে
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গির হোসেন (৫০) জেলার মঠবাড়িয়া উপজেলা উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়া ফকিরের ছেলে এবং নিহুর সিকদার (৪৮) একই এলাকার আজীজ সিকদারের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল পরিবহনের একটি বাস ভান্ডারিয়া থেকে আসা একটি ট্রলি গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িতে থাকা চার গরু ব্যবসায়ী ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম জানান, জাহাঙ্গির ও নিহুর সিকদারকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাস চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
সন্তানকে স্কুলে নেয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের
২ বছর আগে
খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত
খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুরের সাহাপাড়া মোড়া এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাহাপাড়া মোড়া এলাকার কাঠ মিস্ত্রি পলাশ তাহমিদুন্নবীকে বাসা থেকে ডেকে নেয়। এরপর সেখানে আগে থেকে উপস্থিত থাকা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
২ বছর আগে