পিরোজপুরে বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গির হোসেন (৫০) জেলার মঠবাড়িয়া উপজেলা উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়া ফকিরের ছেলে এবং নিহুর সিকদার (৪৮) একই এলাকার আজীজ সিকদারের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল পরিবহনের একটি বাস ভান্ডারিয়া থেকে আসা একটি ট্রলি গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িতে থাকা চার গরু ব্যবসায়ী ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম জানান, জাহাঙ্গির ও নিহুর সিকদারকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাস চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
সন্তানকে স্কুলে নেয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের