খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ৩৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের চারদিন পর শনিবার এ মামলায় দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএসএম দোহা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন ও সাইদুর রহমান।
ওসি বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী নির্যাতন মামলায় কাউন্সিলর গ্রেপ্তার
মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল খালেক গাজী, আকফর হোসেন গাজী, নুর আলম, শফিকুল ইসলাম গাজী, রফিকুল ইসলাম গাজী, লিয়াকত গাজী, সালাউদ্দিন গাজী, খোকন গাজী, নাসরিন সুলতানা, সাবিনা আক্তার, আব্দুল মালেক গাজী ও আফসার গাজী।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভুক্তভোগীর বাবা এবং তাদের প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ১১ জুলাই হিংসাত্মক রূপ নেয়। পরে প্রতিবেশী ও তার সহযোগীরা ভুক্তভোগী শামীমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করলে শামীমা অজ্ঞান হয়ে পড়েন।
জরুরি হটলাইন ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। কিন্তু অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। শামীমা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: নারী নির্যাতন বন্ধে আইনের পাশাপাশি প্রয়োজন সচেতনতা: আইনমন্ত্রী