সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইটি পৃথক স্থানে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক স্বামী এবং এক স্ত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চবির হলে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’
নিহতরা হলেন- উপজেলার আটিয়ারপাড়া এলংজানী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (২৮) ও বড়পাঙ্গাসী গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কাসেম আলী (৫৫)।
জানা গেছে, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রী সুমির চাকরি নেওয়া নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া হচ্ছিল। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইলফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি।
অন্যদিকে, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেয়।
এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কাসেম।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলংজানী গ্রাম থেকে সুমির ও বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেমের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বরিশালে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের ‘আত্মহত্যা’