মূর্তি
দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত অবস্হায় ৯ লাখ টাকা মূল্যের একটি ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি দৈর্ঘ্য প্রায় ১৭ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চির সমান।
আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, আক্রান্ত ৩২৬
ধারণা করা হচ্ছে প্রাচীন মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা জানান, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রামে ধানুয়ারপাড়ে সরকারি খাস পুকুরের মাটি কাটার কাজ করছিল কিছু শ্রমিক।
এসময় বেরিয়ে আসে মূর্তির মূল অংশের সঙ্গে ভেঙে যাওয়া অন্য অংশ।
মূর্তির খবর জরুরি সেবা কেন্দ্রে মোবাইল ফোনে জানিয়েছিলেন নাড়াবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে মোতাহার হোসেন। জরুরি সেবা কেন্দ্রে খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মারা গেছেন পরীমণির নানা
রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
১ বছর আগে
পঞ্চগড় সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
পঞ্চগড়ের বড়শশী সীমান্তে মূর্তিসহ পাঁচটি কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এসব পাথর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, চোরাকারবারিরা কষ্টি পাথরের মূর্তিসহ পাথরগুলো ফেলে পালিয়ে যায়। এছাড়া দুইটি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি কষ্টিপাথর উদ্ধার করা হলেও পাচারকারী কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।
রবিবার (৯ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
১ বছর আগে
কপোতাক্ষ নদ থেকে বিশালাকৃতির শিবলিঙ্গ উদ্ধার!
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে একটি বিশালাকৃতির একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কপিলমুনির গোলাবাটি এলাকায় জগদীশ বিশ্বাস (৬০) নামের এক জেলের জালে মূর্তিটি উঠে আসে।
স্থানীয়রা জানান, নোয়াকাটি গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে জগদীশ বিশ্বাস শুক্রবার রাতে গোলাবাটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় পাটায় মাছ ধরতে গেলে তার জালে মূর্তিটি উঠে আসে। তিনি মূর্তিটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি বিষয়টি স্থানীয়দের জানালে মূর্তিটি এক নজর দেখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বাড়ে তার বাড়িতে।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জগদীশ বিশ্বাস মূর্তিটি পাইকগাছা থানায় জমা দেন।
এ ব্যাপারে পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মূর্তিটি থানায় নিলে একটি সাধারণ ডায়েরি করে তা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
নওগাঁয় ১৫ কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার
জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
কুষ্টিয়ায় পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি
কুষ্টিয়ার মিরপুরে পুকুর খনন করতে গিয়ে পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে কয়েকদিন ধরে একটি পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালো পাথরের একটি প্রাচীন মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: বগুড়ায় ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
বগুড়ায় ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আট কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড় টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন এপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।
আরও পড়ুন: নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন (৬০) ও একই উপজেলার আকবরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে কাউছার আলী ৪০ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রায় ৫৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ওসি জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানকি মূল্য ২০ কোটি টাকা। এ ব্যাপারে ধামইরহাট থানায় আটককৃত এবং পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও সীমান্ত থেকে মালিকবিহীন তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে রবিবার আনুমানিক রাত সোয়া ১১টার দিকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় পুকুর থেকে ফের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মো. রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০ গ্রাম কাশাপাত্র উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি’র অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।
আরও পড়ুন: মাটির ঢিবিতে ফের মিলল কষ্টি পাথরের যুগল মূর্তি
বিজিবি জানায়, সম্ভবত টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে গেছে। কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
২ বছর আগে
কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে পুকুর খনন করতে গিয়ে প্রায় ১০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ২০ কেজি ওজনের প্রাচীন গো মূর্তি উদ্ধার
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, ‘গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি পায়। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। বিষয়টি জানার পর আমি পুলিশকে খবর দিলে রাত ৯টার সময় পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
কবরস্থান ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, ‘২০-২৫দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।‘
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ ২৩ এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে দুখু মিয়ার বাড়ি থেকে শনিবার মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির দৈর্ঘ্য ৬ইঞ্চি ও প্রস্থ ৬ইঞ্চি, ওজন ৭৬০ গ্রাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, শ্রমিক দুঃখু মিয়া শুক্রবার উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘিতে মাটি খনন কালে এই মূর্তিটি পায় এবং সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। পরে দুঃখু মিয়া মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানীয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরদিন শনিবার লিপু ইউএনওকে খবর দিলে ইউএনও সাথে সাথে ওই বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, উদ্ধারকৃত মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করার সময় প্রায় শত বৎসরের পুরাতন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন ইট ভাটায় এটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, ‘জামুন ইট ভাটার’ মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির জন্য জামুন গ্রামের মৃত কৃষাণ মেম্বারের ছেলে যগেন পালের কাছ থেকে পুকুরের মাটি ক্রয় করেন। পুকুরে মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে করে ভাটায় নিয়ে আসে শ্রমিকরা। ভাটার শ্রমিকরা মাটি কাটার সময় একটি বিষ্ণু মূর্তি পায় এবং ভাটার মালিকের ছেলে জামিল চৌধুরীর কাছে জমা দেন।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
এলাকাবাসী আরও জানায়, জামিল চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হরিপুর থানার ওসি মো.আওরঙ্গজেবকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে আসে।
হরিপুর থানার ওসি মো. আওরঙ্গজেব বলেন, এটি সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিষ্ণু মূর্তি হতে পারে। এটি কিসের তৈরি বা এর মূল্য কত তা বলা সম্ভব নয়। এটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
মূর্তি পাওয়ার বিষয়টি ভাটার মালিক হবিবর রহমান এবং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় কষ্টি পাথরসহ ২ পাচারকারী আটক
৩ বছর আগে