পঞ্চগড়ের বড়শশী সীমান্তে মূর্তিসহ পাঁচটি কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এসব পাথর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, চোরাকারবারিরা কষ্টি পাথরের মূর্তিসহ পাথরগুলো ফেলে পালিয়ে যায়। এছাড়া দুইটি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি কষ্টিপাথর উদ্ধার করা হলেও পাচারকারী কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।
রবিবার (৯ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার