ছাত্রের মৃত্যু
খুলনায় হিটস্ট্রোকে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু, অসুস্থ ৫
খুলনার ডুমুরিয়া ও রূপসা উপজেলার দুই স্কুলে মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয় এবং অন্য পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
নিহত সুরজিৎ বসাক কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অনুপতি বসাকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে সুরজিৎ।
উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে সুরজিৎ বসাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা চলাকালে লোডশেডিংয়ে অতিরিক্ত গরমে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার হলে অসুস্থ বোধ করতে শুরু করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
আরও পড়ুন: হিটস্ট্রোকে মরছে মুরগি, কুড়িগ্রামে মুরগির খামারে সর্বনাশ
১ বছর আগে
সিলেটে বাসের ধাক্কায় ঢাবি ছাত্রের মৃত্যু
সিলেটে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) রাতে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. মাহির শাহরিয়ারের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন: কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত ৫
মাহিরের বন্ধুরা জানান, রবিবার মোটরসাইকেলে করে মাহির ও আরেকজন সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান।
আরও পড়ুন: রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
যমুনার চোরাবালিতে ডুবে দিনাজপুর মেডিকেল ছাত্রের মৃত্যু
বগুড়ায় যমুনা নদীর চোরাবালিতে ডুবে মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে যমুনার প্রেমযমুনার ঘাটের পাশে এ ঘটনা ঘটে।
মৃত মো. মোছাব্বির হোসেন ফাইন (২২) জেলার গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে ও দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী কলেজছাত্রের মৃত্যু
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র ফাইন সারিয়াকান্দি উপজেলায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে শনিবার সকাল ৭টায় যমুনা নদীতে যায়। এরপর তিনি একটি নৌকা নিয়ে নদীতে ভ্রমণে যান। এরপর নদীর চরে গিয়ে তিনি পলিবালিতে নামার পর পরই ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সমুদ্রে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু
ওসি জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
৩ বছর আগে
মানিকগঞ্জে সাপের কামড়ে ২ ছাত্রের মৃত্যু
মানিকগঞ্জ জেলার শিবালয় ও ঘিওর উপজেলায় সাপের কামড়ে কলেজ ছাত্রসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে