খুলনার ডুমুরিয়া ও রূপসা উপজেলার দুই স্কুলে মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয় এবং অন্য পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
নিহত সুরজিৎ বসাক কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অনুপতি বসাকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে সুরজিৎ।
উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে সুরজিৎ বসাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা চলাকালে লোডশেডিংয়ে অতিরিক্ত গরমে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার হলে অসুস্থ বোধ করতে শুরু করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
আরও পড়ুন: হিটস্ট্রোকে মরছে মুরগি, কুড়িগ্রামে মুরগির খামারে সর্বনাশ