লঞ্চডুবি
বরিশালে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চডুবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ঝড়ের কবলে পড়ে তলা ফেটে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইনজাম’ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, লঞ্চটির ১৬ জন যাত্রী ডুবে যাওয়ার আগে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ জানান, লঞ্চডুবির ঘটনায় তারা নিখোঁজের কোনো খবর পাননি। লঞ্চটি হিজলা-বরিশাল রুটে চলাচল করত।
লঞ্চটি হিজলার টেক থেকে ১৬ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটে নোঙর করার কথা ছিল। নদীতে ঝড়ের কবলে পড়ে লঞ্চটির নিচের অংশটি ফুটো হয়ে ডুবে যায়।
আরও পড়ুন: বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১
লঞ্চটির সুকানি নিজাম জানান, ৬ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এসময় লঞ্চের তলা ফেটে গেলে দ্রুত একটি চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই। সবাই নিরাপদে আছেন। আজ বৃহস্পতিবারের (১৫ জুন) মধ্যে লঞ্চ মেরামত করে শুক্রবার (১৬ জুন) মধ্যে বরিশালে পৌঁছাবো।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ের কবলে পড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। লঞ্চের ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: অজু করতে গিয়ে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ
বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ, ভাঙচুর-লুট
১ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১০
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় মঙ্গলবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল ৮টার দিকে ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনানের (৩৫) লাশ এবং পরে সকাল সাড়ে ১০টার দিকে আরোহী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে।
লঞ্চের দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৮ জনের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র দুই মামলা
শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
২ বছর আগে
শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
শীতলক্ষ্যা নদীতে প্রায় ৩০ যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
রবিবার বিকালে নারায়ণগঞ্জের আল আমিন নগরের কাছে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, দুপুর আড়াইটার দিকে পণ্যবাহী জাহাজ এমভি সিটি-৯ এর ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চটি নদীতে উল্টে যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যাত্রীদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৫০
২ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে আরও ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।
সদর থানার ওসি শাহজামান জানান, নদীর বিভিন্ন অংশ থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।
পাঁচজন হলেন-মুন্সিগঞ্জ জেলার কাজী ইউসুফ (৪০), রাজধানীর মিরপুর এলাকার রাজীউদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র তানভীর হোসেন (১৭), রাজধানীর লালমাটিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সোহাগ (২৫), মালপাড়া মুন্সিগঞ্জের রিজভী আহমেদ (২১) এবং মুন্সিগঞ্জ জেলার হারাধনের ছেলে আকাশ সাহা (১১)।
এর আগে সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরিরা উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'-এর সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখান থেকে দুপুরে আরও ২১টি লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় নৌকা থেকে লাফিয়ে পড়ে পোশাক কর্মী নিখোঁজ
রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নারায়ণগঞ্জে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী লঞ্চ এমএল রাবিত আল হাসানকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই লঞ্চটি ডুবে যায়। প্রায় ২০ জনের মতো যাত্রী সাঁতরে পারে আসতে সক্ষম হয়।
আরও পড়ুন: সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
পুলিশ জানায়, লঞ্চটিকে আঘাত করার পরেও থামেনি বলে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ করা যায়নি।
স্থানীয় প্রশাসন ৭ সদস্যের এবং বিআইডাব্লইউটিএ ৪ সদস্যের আলাদা দুটি একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯
৩ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম মাওলা সাদেক বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরিরা উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'-এর সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখান থেকে দুপুরে আরও ২১ টি লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় নৌকা থেকে লাফিয়ে পড়ে পোশাক কর্মী নিখোঁজ
তবে এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে নিখোঁজ হওয়া ভুক্তভোগীদের স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজদের মধ্যে পাঁচজন হলেন- অনিক সাহা, বিকাশ সাহা, প্রতিমা, সালমা বেগম ও সোলেমান।
রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নারায়ণগঞ্জে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী লঞ্চ এমএল রাবিত আল হাসানকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই লঞ্চটি ডুবে যায়। প্রায় ২০ জনের মতো যাত্রী সাঁতরে পারে আসতে সক্ষম হয়।
আরও পড়ুন: সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
পুলিশ জানায়, লঞ্চটিকে আঘাত করার পরেও থামেনি বলে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ করা যায়নি।
স্থানীয় প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিআইডাব্লইউটিএ ৪ সদস্যের একটি প্যানেল গঠন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯
সদর উপজেলা ইউএনও নাহিদ বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ বছর আগে
সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
সুন্দরবনের হিরণ পয়েন্টে যাওয়ার পথে ট্যুরিস্ট লঞ্চ ডিসকভারি বটিয়াঘাটার কাতিয়ানংলা এলাকায় শুক্রবার ভোরে ডুবোচরে আটকে পশুর নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার
বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রাধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের কর্মচারী ৩ দিনের রিমান্ডে
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত।
৪ বছর আগে
লঞ্চডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে
ঢাকার শ্যামবাজারের ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কাজে নিয়োজিতরা।
৪ বছর আগে