নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম মাওলা সাদেক বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরিরা উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'-এর সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখান থেকে দুপুরে আরও ২১ টি লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় নৌকা থেকে লাফিয়ে পড়ে পোশাক কর্মী নিখোঁজ
তবে এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে নিখোঁজ হওয়া ভুক্তভোগীদের স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজদের মধ্যে পাঁচজন হলেন- অনিক সাহা, বিকাশ সাহা, প্রতিমা, সালমা বেগম ও সোলেমান।
রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নারায়ণগঞ্জে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী লঞ্চ এমএল রাবিত আল হাসানকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই লঞ্চটি ডুবে যায়। প্রায় ২০ জনের মতো যাত্রী সাঁতরে পারে আসতে সক্ষম হয়।
আরও পড়ুন: সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
পুলিশ জানায়, লঞ্চটিকে আঘাত করার পরেও থামেনি বলে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ করা যায়নি।
স্থানীয় প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিআইডাব্লইউটিএ ৪ সদস্যের একটি প্যানেল গঠন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯
সদর উপজেলা ইউএনও নাহিদ বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।