রাজবাড়ী
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সকালে আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ ও লালন শেখের ছেলে রাজন শেখ।
আব্দুল আলিম জানান, সোহাগ ও রাজন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে রেখেছেন।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।’
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত
জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
৯ মাস আগে
রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে বালুর চাতাল থেকে ট্রাকে বালু উঠানোর সময় বালুর স্তূপ ধসে বালুর নিচে চাপা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালু ব্যবসায়ী আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু (এস্কেভেটর) চালক মারুফ শেখ (২২) এবং ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান (৩৮)।
স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী হান্নানের রয়েছে বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর স্তূপ উপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরচাপায় চালক নিহত
তারা আরও জানান, তখন হঠাৎ করেই বালুর স্তূপের উপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক মারুফ শেখ এবং ১০ চাকার ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান নিহত হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
১ বছর আগে
মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫
মাগুরা ও রাজবাড়ী জেলায় বজ্রপাতে পাঁচ কৃষক নিহত এবং আহত হয়েছেন আরও একজন। বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি মাঠে বজ্রপাতে তিন কৃষক নিহত ও অপর একজন আহত হন।
নিহতরা হলেন-নিজাম শেখ (৬০), মোহাম্মদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাত আলী (৬০) এবং আহত নজরুল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত ৩
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) লিটন কুমার দাস জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় কৃষকরা পাশের গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা নিজাম ও মোহাম্মদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, রাজবাড়ীতে বজ্রপাতে বিকালে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-কালুখালী উপজেলার মাদাপুর ইউনিয়নের কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের ইমদাদুল জোয়াদ্দার (২৮)।
স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে ইমদাদুল তার লিচু বাগান দেখতে বাসা থেকে বের হলে বজ্রপাত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে আমরা কাজ করছি।
আরও পড়ুন: রায়পুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, আহত ১
১৩ মাসে বজ্রপাতে ৩৪০ জনের মৃত্যু: এসএসটিএফ
১ বছর আগে
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
রাজবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা গুলিতে নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও একজন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শেখ সবুজ (২৮) ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের ভাগ্নে।
আহত সজিব (২৭) একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে সবুজের বাড়িতে এ ঘটনা ঘটে।
সবুজের খালা আলেয়া বেগম জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে তার কক্ষে ছিলেন, তখন দুর্বৃত্তরা জানালা দিয়ে সাত থেকে আট রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: পঞ্চগড়ে চিকিৎসকের আত্মহত্যা
তিনি বলেন, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সবুজ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন বলেন, 'এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: জেম হত্যা মামলায় পৌর মেয়রসহ আসামি ৬৮ জন
১ বছর আগে
রাজবাড়ীতে রেলওয়ে ওয়ার্কশপ স্থাপনে চুক্তি সই
রাজবাড়ীতে কোচ ও ওয়াগন মেরামত বিষয়ক একটি ওয়ার্কশপ নির্মাণের বিষয়ে কনসালটেন্ট নিয়োগের চুক্তি সই হয়েছে।
বুধবার রেলভবনেবাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে সই করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোহাম্মদ কুদরাত ই খুদা এবং কনসালটেন্ট এর পক্ষে সই করেন সিস্ট্রা’র সাউথ এশিয়া বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক হারি সোমাল রাজু।
চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশের রেলওয়েতে দুই ধরনের গেজ ব্যবস্থা বিদ্যমান। মিটার গেজ এবং ব্রডগেজ।
মিটারগেজকে পর্যায়ক্রমে আমরা ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। উন্নত বিশ্বে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হিসেবে রেলওয়ে যেভাবে উন্নয়ন হয়েছে আমারা রেল ব্যবস্থাকে এখনও সেভাবে গড়ে তুলতে পারিনি। আমাদের দেশে রেল ব্যবস্থা এখনও ডিজেল চালিত অথচ পার্শ্ববর্তী ভারতে প্রায় পুরোটা বিদ্যুৎ চালিত ট্রেন।
আরও পড়ুন: ১৫ নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে’র সেবা সপ্তাহ শুরু
রেলপথমন্ত্রী বলেন, রাজবাড়ীতে এই কারখানা করার ফলে আমাদের বহরের বিদ্যমান ও ভবিষ্যতে যেগুলো যুক্ত হবে সেগুলোর কোচ ও ওয়াগন এখান থেকে মেরামত করতে পারব।
এছাড়া পদ্মা সেতু রেল সংযোগের ফলে রাজবাড়ীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে। ফলে এখান থেকে কোচ এবং ওয়াগন মেরামত করে সারাদেশে চালানো সম্ভব হবে।
মন্ত্রী বলেন. প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। নতুন করে রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার ১০টি প্রকল্পের মধ্যে দুটি রেলওয়েতে চলমান আছে। দোহাজারী থেকে কক্সবাজার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ভারতের সঙ্গে আটটি ইন্টার সেকশন পয়েন্টের মধ্যে পাঁচটি চালু করা হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া কলকাতা শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু আছে। আমাদের দেশের ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইন এ রূপান্তর করার উদ্যোগ নিয়েছি।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী, খুলনা থেকে দর্শনা, ঈশ্বরদী থেকে পার্বতীপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।
রাজবাড়ীর ওয়ার্কশপ নির্মাণের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ফ্রান্সের সিস্ট্রা কাজটি করবে।
আগামী ১৬ মাসের মধ্যে তারা বিস্তারিত নকশা সহ সম্ভাব্যতা সমীক্ষা ও বিড ডকুমেন্ট প্রস্তুত করবে।
চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লোকসান সত্ত্বেও বাংলাদেশ রেলওয়ে ডেমু ট্রেন মেরামত করবে
কুড়িগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান
২ বছর আগে
ঢাকার সাথে সারাদেশের যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ!
দেশের করোনভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে ৩০ জুন রাত ১২ টা পর্যন্ত সারাদেশের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকবে।
বর্তমান পরিস্থিতি বিবেচেনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর জেলাসমূহে সার্বিক লকডাউন ঘোষণা করেছে।
এসকল জেলায় ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করায় ঢাকার সাথে অন্যান্য জেলার লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এসকল জেলায় লকডাউন চলাকালীন সময়ে ঢাকার সাথে সারাদেশের যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের যশোর এবং খুলনাগামী সকল ট্রেন বাতিল করা হয়েছে।
৩ বছর আগে
রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার ২৮ সেন্টিমিটার ওপরে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৪ বছর আগে
গোয়ালন্দে করোনার উপসর্গে মাছ ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রামানিক পাড়ায় করোনার উপসর্গ নিয়ে হজরত আলী (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে