ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ জানান, পানি বৃদ্ধির সাথে সাথে পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কযেকটি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ ভাঙন প্রতিরোধে বালু ভর্তি বস্তা ফেলছে।