ফল ব্যবসায়ী
যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরে আকিকুল ইসলাম ওরফে আঁখি নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুফিয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) ভোরে যশোর শহরের রেলগেট মডেল মসজিদের পাশে একটি গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আকিকুল ইসলাম ওরফে আঁখি (৪৮) ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী।
আটক সুফিয়া বেগম (৪২) যশোর পৌরসভা ষষ্ঠীতলার বীর মুক্তিযোদ্ধা পাঞ্জু সরদারের বাড়িতে ভাড়া থাকেন।
আরও পড়ুন: মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (৯ জুলাই) রাতে আকিকুল বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে চায়ের দোকানে যান। এরপর থেকে ফোনে তাকে আর পাওয়া যায়নি। পরে গভীর রাতে তার ছেলে মালয়েশিয়া প্রবাসী আবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন তার বাবার লাশ যশোর শহরের রেলগেট এলাকায় পাওয়া গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, যশোর পৌরসভার ষষ্ঠীতলার মডেল মসজিদের বিপরীত পাশের একটি গলিতে একজনের লাশ পড়ে আছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, তার ঘাড়ে আঘাতের চিহ্ন এবং মুখে বালু পাওয়া গেছে। এ ঘটনায় ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
৫ মাস আগে
চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার দর্শনা ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবর আলি (৪৫) ওই গ্রামের ছাত্তার আলির ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমানউল্লাহ বলেন, দর্শনার ধান্যঘরা গ্রামের বাবর আলি প্রতিদিনের ন্যায় রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে তাকে গলায় কোপ দেয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্বাজনরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাবর আলিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
তিনি আরও বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এখনও কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
নিহতের স্ত্রী মহিমা খাতুন জানান, লিচু বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল একজনের কাছে। রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল সে। সন্ধ্যায় তিন ব্যক্তি বাড়িতে এসে তাকে হুমকি দেয়। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই অপরাধী শনাক্ত হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল-ইমরান জুয়েল বলেন, মধ্যরাতে একটি রোগী আসে। আমি তাকে চিকিৎসা দিতে গিয়ে দেখি তার গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা আছে।
আরও পড়ুন: নড়াইলে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা
জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
১ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর নদী থেকে জীবিত উদ্ধার
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পরে সোমবার রাতে নদী থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ডুবুরিরা।
৪ বছর আগে