ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা সৈয়দ কামরুল হাসান জানান, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাপুর এলাকার সুমন বেপারীকে (৫৫) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর সুমনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, যোগ করেন তিনি।
উদ্ধার কাজে জড়িত এক ডুবুরি জানান, সুমন বেপারীর পুরো শরীর সাদা হয়ে গেছে।
পেশায় ফল ব্যবসায়ী সুমন বাদামতলী বাজার থেকে ফল কিনতে এসেছেন বলে ইউএনবির কেরানীগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন।
মিডফোর্ড হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ইউএনবির এ সংবাদদাতা জানান, সুমন সুস্থ আছেন।
রাজধানীর ঢাকার শ্যামবাজারের কাছে মুন্সীগঞ্জ থেকে আসা ঢাকাগামী ‘এমভি মর্নিং বার্ড’ লঞ্চটি ‘ময়ূর-২’ নামের আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়।
এ লঞ্চডুবির ঘটনায় সোমবার রাত অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।
লঞ্চডুবির ঘটনায় মর্মান্তিক এ প্রাণহানিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।