জামিন মঞ্জুর
সুনামগঞ্জে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান।
বুধবার (০২ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন।
তিনি জানান, আসামিদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান আদালত। দীর্ঘ ৪০ মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে ৩৪ জন আসামির মধ্যে ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তাদের প্রত্যকে পাঁচ হাজার টাকা মুচলেকার মাধ্যমে জামিন দেন।
উল্লেখ্য, ৩০ জুলাই বুয়েটের শিক্ষার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। টাঙ্গুয়ার হাওর ঘুরাঘুরি শেষে তারা তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটের এলাকায় যাচ্ছিলেন। ডাম্পের বাজার এলাকা থেকে তাহিরপুর থানার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার আসামিদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।
আরও পড়ুন: গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের নিয়ে যা বললেন অভিভাবকেরা!
১ বছর আগে
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট পরিচালকের জামিন মঞ্জুর
কোমরে রশি বেঁধে আদালতে তোলা সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাকে জামিন দেন।
গত ৪ মার্চ বিকালে উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার ঘটনায় কারখানার পরিচালক পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য বুধবার (২২ মার্চ) দিন ধার্য করেছিলেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল।
আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকা থেকে শিল্প পুলিশের একটি টিম পারভেজ উদ্দীনকে গ্রেপ্তার করে। পরদিন ১৫ মার্চ দুপুরে তার কোমরে রশি ও হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লের পুলিশ ও প্রশাসনের প্রতি মানুষের নিন্দার ঝড় উঠে।
পরে জেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশকে শোকজ করা হয়।
আরও পড়ুন: ২২ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন ৯ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
১ বছর আগে
ভার্চুয়াল কোর্ট: শুনানি এক লাখের বেশি, জামিন ৫৫ হাজার
বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে দেশের অধস্তন (বিচারিক) আদালতসমূহে মোট ৪০ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন আবেদনের শুনানি হয়েছে।
৪ বছর আগে
৫ কার্যদিবসে অধস্তন আদালতে ৪,৯৬০ আসামির জামিন
সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে গত পাঁচ কার্যদিবসে ১০,৮৬৬টি মামলার জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।
৪ বছর আগে